চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা লড়াইয়ে দুবাই স্টেডিয়ামে ৩টায় ভারতের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। ফাইনালে রবিচন্দ্রন অশ্বিনে চাওয়া পূরণ হয়েছে। টসে হেরেছে ভারত। এ নিয়ে টানা ১৫ ওয়ানডেতে টস হারল ভারত।

আর টানা ১২ টস হেরে ব্রায়ান লারার পাশে বসলেন রোহিত।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। স্যান্টনার জানিয়েছেন, চোটের কারণে ম্যাট হেনরি ফাইনালে খেলছেন না। তার জায়গায় আরেক পেসারকে নাথান স্মিথকে দলে টেনেছে নিউজিল্যান্ড।

গ্রুপপর্বে ভারত–পাকিস্তান ম্যাচ যে পিচে খেলা হয়েছে, ফাইনালও অনুষ্ঠিত হচ্ছে সেই পিচেই।

ভারত একাদশ: রোহিত শার্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (কিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, বরুন চক্রবর্তী, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন ররীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম (কিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ন্যাথান স্মিথ, কাইল জেমিসেন, উইল ও’রোক।

 

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাইয়ে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড পরবর্তী

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাইয়ে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

কমেন্ট