ভারতকে রুখতে সব বোর্ডকে এক হওয়ার আহ্বান ইনজামামের

ভারতকে রুখতে সব বোর্ডকে এক হওয়ার আহ্বান ইনজামামের

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দাপটটা স্পষ্ট। অনেকে তো টিপ্পনী কেটে আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলও বলে বসেন। এই অবস্থায় ভারতকে রুখতে সব দেশের ক্রিকেট বোর্ডকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক।

আসছে সপ্তাতেই মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল। যেখানে খেলতে নিজের দেশের খেলাকেও বাদ দিচ্ছেন ক্রিকেটাররা। যে কারণে রঙ হারাচ্ছে দ্বিপাক্ষিক সিরিজগুলো। অথচ, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে কখনোই ভারতীয় ক্রিকেটারদের ছাড়পত্র দিচ্ছে না বিসিসিআই। যা নিয়েই এবার চটেছেন ইনজামাম।

আইপিএলের প্রভাব ঠেকাতে ইনজামাম বলেন, ‘আইপিএলে বিশ্বের সব সেরা ক্রিকেটারেরা অংশগ্রহণ করে। অথচ ভারতীয় ক্রিকেটারেরা অন্য দেশের লিগে খেলে না। তাই সব ক্রিকেট বোর্ডের উচিত আইপিএলের জন্য ক্রিকেটার ছাড়া বন্ধ করা। বিসিসিআই যদি অন্য দেশের লিগে তাদের ক্রিকেটারদের খেলতে না দেয়, তা হলে বাকি বোর্ডগুলিরও কি কঠোর অবস্থান নেওয়া উচিত নয়?’

ইনজামামের এমন কথার পেছনে কারণও আছে। কেননা, আগামীকাল থেকে মাঠে গড়ানো পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজে দেখা যাবে না নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারদের। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ বাদ দিয়ে দলটির বেশ কয়েকজন ক্রিকেটার খেলবেন আইপিএলে। যাতে করে রঙ হারাচ্ছে এই সিরিজ।

অথচ, অবসর বলার আগে বিদেশি লিগে খেলার সুযোগ নেই ভারতীয় ক্রিকেটারদের। একমাত্র দলটির ক্রিকেটাররা সুযোগ পান ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে (প্রথম শ্রেণির এবং ৫০ ওভারের)। এই অবস্থায় তাই ভারতের দাপট রুখে দিতে সবগুলো বোর্ডকে এক হওয়ার আহ্বান ইনজামামের।

বাজবল নিয়ে ইংল্যান্ডকে সতর্ক করলেন ওয়ার্নার পরবর্তী

বাজবল নিয়ে ইংল্যান্ডকে সতর্ক করলেন ওয়ার্নার

কমেন্ট