এখনো বোর্ডের কাছে পিএসএলে খেলতে অনাপত্তিপত্র চাননি লিটন-রিশাদরা

এখনো বোর্ডের কাছে পিএসএলে খেলতে অনাপত্তিপত্র চাননি লিটন-রিশাদরা

আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে আগামী ১১ এপ্রিল থেকে। তবে গতকাল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ইফতার অনুষ্ঠানে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, এ বিষয়ে বোর্ড কিছুই জানে না।

তিন ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা এখনো বোর্ডের কাছে টুর্নামেন্টটি খেলতে অনাপত্তিপত্রের জন্য লিখিত আবেদন করেননি।

তবে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, তাঁরা মৌখিকভাবে ক্রিকেট বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। কিন্তু এখনো কোনো সাড়া পাননি। টুর্নামেন্টটি খেলতে জটিলতার কারণ একটিই, একই সময়ে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। এ সিরিজে দুটি টেস্ট ম্যাচ আছে।

টেস্ট দলের দুই নিয়মিত মুখ পেসার নাহিদ ও উইকেটকিপার-ব্যাটার লিটনকে ছাড়পত্র দেওয়া নিয়েই মূলত দ্বিধাদ্বন্দ্বে আছে বিসিবি। বোর্ড সভাপতি ফারুক আহমেদের কথায়ও ব্যাপারটা পরিষ্কার। গতকাল বিসিবির ইফতার অনুষ্ঠানে তিন ক্রিকেটার পিএসএলে খেলার ছাড়পত্র পাবেন কি না এমন প্রশ্নে ফারুক বলেছেন, ‘ওরা কেউ আবেদন করেনি। আমি গত পরশু (বৃহস্পতিবার) পর্যন্ত যতটুকু জানি।

আবেদন করলে তখন আমরা ভেবে দেখব।’
আবেদন করলে খেলতে দেওয়া হবে কি না এমন প্রশ্নেও অবশ্য ‘যদি’, ‘কিন্তু’ রেখে দিয়েছেন ফারুক। তাঁর কথা, ‘আবেদন করলে পরে আমরা সিদ্ধান্ত নেব।’ নাহিদ, লিটন ও রিশাদকে যথাক্রমে দলে নিয়েছে পেশোয়ার জালমি, করাচি কিংস এবং লাহোর কালান্দার্স।

দুটি ম্যাচের মধ্যে ৭২ ঘণ্টার কম বিশ্রাম দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের পরবর্তী

দুটি ম্যাচের মধ্যে ৭২ ঘণ্টার কম বিশ্রাম দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের

কমেন্ট