চ্যাম্পিয়নস ট্রফি জেতায় ৫৮ কোটি রুপি পুরস্কার পাচ্ছে ভারতীয় দল

চ্যাম্পিয়নস ট্রফি জেতায় ৫৮ কোটি রুপি পুরস্কার পাচ্ছে ভারতীয় দল

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত। সেই জয়ী ভারতীয় দলকে ৫৮ কোটি রুপির নগদ পুরস্কারের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

পুরস্কার ঘোষণার সময় বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিন্নি বলেন, ‘পর পর দুটি আইসিসি শিরোপা জেতা বিশেষ কিছু এবং এই পুরস্কার বিশ্ব মঞ্চে ভারতীয় দলের নিষ্ঠা ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। এই নগদ পুরস্কারটি সেই কঠোর পরিশ্রমের স্বীকৃতি যা পর্দার আড়ালে করে থাকে।

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ জয়ের পর ২০২৫ সালে এটি (চ্যাম্পিয়ন্স ট্রফি) আমাদের দ্বিতীয় আইসিসি ট্রফি ছিল। এই ট্রফি আমাদের দেশে শক্তিশালী ক্রিকেট সংস্কৃতিকে তুলে ধরে।’
আইসিসি ইতোমধ্যে চ্যাম্পিয়নস ট্রফি জয়ীদের জন্য ২.২৪ মিলিয়ন ডলার নগদ পুরস্কারের ঘোষণা করেছে। প্রতিটি ম্যাচ জয়ের জন্য অতিরিক্ত আরো ৩৪,০০০ ডলার দেওয়া হবে (সেমিফাইনাল ও ফাইনাল বাদে)।

মোট পুরস্কারের পরিমাণ ৬.৯ মিলিয়ন ডলার, যা ২০১৭ সালের চ্যাস্পিয়নস ট্রফির প্রাইজমানির তুলনায় ৫৩% বেশি। রানার্স-আপ নিউজিল্যান্ড পেয়েছে ১.১২ মিলিয়ন ডলার, আর সেমিফাইনালের দুই দল দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া পেয়েছে ৫৬০,০০০ ডলার করে। এ ছাড়া, চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের জন্য প্রতিটি দলকেই ১২৫,০০০ ডলার করে দেওয়া হয়েছে। 

রোজা রেখে খেলবেন ইয়ামাল, আপত্তি নেই কোচের পরবর্তী

রোজা রেখে খেলবেন ইয়ামাল, আপত্তি নেই কোচের

কমেন্ট