ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ছিটকে গেলেন যারা
বিশ্বকাপ বাছাইয়ে বুধবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে সেলেসাওরা। চোটের কারণে ছিটকে গেছেন গোলরক্ষক অ্যালিসন বেকার ও মিডফিল্ডার গার্সন। এ ছাড়া কার্ড জটিলতায় পরের ম্যাচে খেলতে পারছেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গিমারেস।
কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে জেতা ম্যাচে ৭১ মিনিটে কলম্বিয়ার সানচেজের সঙ্গে সংঘর্ষ লেগে মাথায় আঘাত পান অ্যালিসন। ফলে মাঠ ছাড়তে হয় তাকে। অবশিষ্ট সময়ে ব্রাজিলের গোলবার সামলাতে নামেন ম্যাথিয়াস বেন্তো। অন্যদিকে ২৮ মিনিটে চোটের জন্য মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের মিডফিল্ডার গার্সনও।
এ ছাড়া দুই ম্যাচে হলুদ কার্ডের কারণে পরের ম্যাচে খেলতে পারছেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গিমারেস।
তাদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে দুই মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এডারসন এবং ডিফেন্ডার ভেরালদোকে। এ ছাড়া অ্যালিসনের জায়গায় নেওয়া হয়েছে গোলরক্ষক ওয়েভারটনকে।
গতকাল কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছিল ব্রাজিল।
তবে ইকুয়েডর ভেনেজুয়েলাকে হারালে তিনে নেমে যায় সেলেসাওরা।
কমেন্ট