ওয়ানডে নয় টি-টোয়েন্টি ফরম্যাটে হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

ওয়ানডে নয় টি-টোয়েন্টি ফরম্যাটে হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

আগামী মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এরপর জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। আর এই সিরিজ দুটি হবে এফটিপির বাইরে দুই বোর্ডের মাধ্যমে। এতদিন এই সিরিজ দুটি ওয়ানডে ফরম্যাটে হওয়ার কথা থাকলেও এখন শোনা যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে সিরিজ দুটি।

মূলত, আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই ফরম্যাটে খেলার পরিকল্পনা করেছে দুই বোর্ড। কেননা, বিশ্বকাপের আগে ওই ফরম্যাটেই এশিয়া কাপ আয়োজন করা হয়ে থাকে। যে কারণে ওয়ানডে না খেলে টি-টোয়েন্টিতে ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে ফরম্যাট বদলের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

সিরিজ দুটিতে মোট ৮টি ম্যাচ হওয়ার কথা। যার সবগুলোই টি-টোয়েন্টিতে হবে বলে জানা গেছে। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত প্রথম ৫টি ম্যাচ টি-টোয়েন্টিতে হওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক।

এ ব্যাপারে একটি অনলাইন পোর্টালকে তিনি জানিয়েছেন, ‘প্রথম পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। আপাতত এতটুকু নিশ্চিত। পরের তিন ম্যাচের বিষয়ে এখনো জানা নেই।’

এদিকে নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে যাওয়ায় কে হচ্ছেন নতুন অধিনায়ক তা নিয়ে জল্পনা রয়েছে। অনেকেই বলছেন, সবশেষ সিরিজে সাফল্য পাওয়া লিটন কুমার দাস হতে পারেন অধিনায়ক। অনেকে আবার এই ফরম্যাটে তাসকিন আহমেদকেও নেতৃত্বে দেখছেন। অবশ্য এ ব্যাপারেও খুব দ্রুতই সিদ্ধান্ত নেবে বিসিবি।

ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ছিটকে গেলেন যারা পরবর্তী

ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ছিটকে গেলেন যারা

কমেন্ট