এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
ডিপিএলে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তামিম ইকবাল
বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। আজ সকালে ফিল্ডিংয়ে নামলে বুকে ব্যথা অনুভব করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। তখনই সাভারের একটি হসপিটালে এবং পরে হেলিকাপ্টার যোগে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার কথা ছিল তামিমকে। কিন্তু বাঁহাতি এই ওপেনারের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়া সম্ভব হয়নি।
মোহামেডান দলের ফিজিও এনামুল হক বলেন, ‘সকালে আমরা যখন মাঠে এলাম, সব ঠিকই ছিল। মাঠে নামার পর সে অসুস্থ হয়ে পড়ে। বলল বুকে ব্যথা করছে। আমরা দেরি না করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়েছিলাম।
পরে সিদ্ধান্ত হয় ঢাকায় নেওয়ার।’
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তামিমকে ঢাকায় নেওয়া সম্ভব হয়নি। আবারও স্থানীয় একটি হসপিটালে ভর্তি করা হয়েছে তাঁকে। সেখানেই তামিম ইকবালের চিকিৎসা চলছে।
তামিমের অবস্থা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘তামিমের বুকে ব্যথা হচ্ছিল। তাই কাছেই যে হাসপাতাল, ফজিলাতুন্নেসা, সেখানে নিয়ে যাওয়া হয়। কিছু পরীক্ষানিরীক্ষা হয়, হার্টের ইসিজি করানো হয়। তখন একটু হালকা সমস্যা দেখা যাচ্ছিল। অনেক সময় দেখা যায়, প্রাথমিকভাবে তেমন বোঝা যায় না।
ঘণ্টাখানেক পরে রক্ত পরীক্ষায় বোঝা যায়। তবে ওর প্রথম রক্ত পরীক্ষায় একটু সমস্যা বোঝা যাচ্ছিল।
তামিম নিজেই বলছিল যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় চলে যাবে। ওর অস্বস্তি লাগছিল। তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। হাসপাতাল থেকে ও যখন বিকেএসপিতে যাচ্ছিল, আবার ব্যথা শুরু হয়। তাই দ্বিতীয়বার ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো হয়েছে। এখন পর্যবেক্ষণে আছে। আপাতত এটাই জানা গেছে। আমরা যাচ্ছি হাসপাতালে। পরে বোঝা যাবে।’
তামিমের অসুস্থতার জন্য আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের বৈঠক স্থগিত করেছে বিসিবি।
সাভারে তামিমকে দেখতে যাচ্ছেন আকরাম খানসহ কয়েকজন বোর্ড পরিচালক।
কমেন্ট