তামিমকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে

তামিমকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে

বাংলাদেশের সাবেক ওপেনার তামিম ইকবাল গতকাল খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করেন। এরপর সাভারের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে দ্রুততার সঙ্গে সফলভাবে তার হার্টে রিং পরানো হয়। আজ মঙ্গলবার তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

পারিবারিক সিদ্ধান্তে ঢাকার এভারকেয়ার হাসপাতালে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ককে।


এরই মধ্যে তাকে বহনকারী অ্যাম্বুল্যান্স ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
এমনিতে তামিমের কোনো শারীরিক জটিলতা আপাতত নেই। কেপিজে হাসপাতালে তার দেখভালও ঠিকঠাকভাবেই চলছিল। তবে আরেকটু ভালো সুযোগ-সুবিধা পেতে এবং ঢাকার ভেতরে নিয়ে আসতেই হাসপাতাল পরিবর্তনের এই সিদ্ধান্ত হয়েছে।


অস্ত্রোপচারের ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর তার প্রাথমিক ঝুঁকি আপাতত সামান্য। যদিও ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখার কথা আগের দিন বলেছিলেন চিকিৎসকরা। 

হার্ট অ্যাটাক হওয়ার পর মোহামেডানের ট্রেইনার ইয়াকুব চৌধুরী ডালিমের ক্রমাগত সিপিআর দেওয়া, হাসপাতালের চিকিৎসকদের তৎপরতা এবং সব প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে করে তামিমের হার্টে রিং পরানো হয়। পরে এ দিনই তিনি কিছুটা স্বাভাবিক হয়ে ওঠেন।


ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলেন তিনি, রাতের খাবারও খান ঠিকঠাক।

বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক, একাদশে নেই জামাল পরবর্তী

বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক, একাদশে নেই জামাল

কমেন্ট