‘আম্পায়ারদের মেসিকে’ এলিট প্যানেল থেকে বাদ দিল আইসিসি

‘আম্পায়ারদের মেসিকে’ এলিট প্যানেল থেকে বাদ দিল আইসিসি

আম্পায়ারদের এলিট প্যানেল পুনর্গঠন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন করে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার আলাহুদিন পালেকার ও ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ।

আর প্যানেল থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের মাইকেল গফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসনকে।

এলিট প্যানেল থেকে মাইকেল গফের বাদ পড়ার খবর বিস্মিত করেছে সংশ্লিষ্টদের। ২০২০ সালে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ আম্পায়ার হিসেবে আখ্যা দিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিশেষ ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) যুগে তার মাঠ থেকে দেওয়া সিদ্ধান্তগুলো বেশিরভাগ সময়ই সঠিক বলে প্রতীয়মান। বিবিসির তথ্য অনুযায়ী, রিভিউর ক্ষেত্রে তার সফলতার হার ৯৫.১ শতাংশ। যার অর্থ, শতকরা ৯৫ ভাগ সময়ই তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দলগুলো ব্যর্থ হয়েছে।

এদিকে এলিট প্যানেলের নতুন সদস্য ওয়ার্ফ ২০০৪ থেকে ২০০৫ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৩টি ওয়ানডে খেলেছেন। আম্পায়ার হিসেবে এখন পর্যন্ত ছেলেদের ৭টি টেস্ট, ৩৩টি ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন তিনি। সম্প্রতি শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিসহ আইসিসির ছেলে ও মেয়েদের সাদা বলের বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

আর দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার পালেকার ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৪ টেস্ট, ২৩ ওয়ানডে ও ৬৭টি টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন। মেয়েদের ১৭ আন্তর্জাতিক ম্যাচও পরিচালনা করেছেন তিনি। ছেলেদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একই বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও তিনি দায়িত্বে ছিলেন।

আইসিসি এলিট প্যানেল অব আম্পায়ার্স ২০২৫-২৬

শরফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ), কুমার ধার্মাসেনা (শ্রীলঙ্কা), ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড), আড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), আলাহুদিন পালেকার (দক্ষিণ আফ্রিকা), আহসান রাজা (পাকিস্তান), পল রাইফেল (অস্ট্রেলিয়া), রডনি টাকার (অস্ট্রেলিয়া) ও অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড)।

তামিমকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে পরবর্তী

তামিমকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে

কমেন্ট