হেড লাইনস:

আজ মায়ানমার যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল     

জাপানের পর এশিয়া থেকে বিশ্বকাপের মূল পর্বে ইরান

জাপানের পর এশিয়া থেকে বিশ্বকাপের মূল পর্বে ইরান

উজবেকিস্তানের সঙ্গে ২-২ ড্র করে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল ইরান। ৮ ম‍্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে আয়োজক দল ছাড়া তৃতীয় দল হিসেবে জায়গা নিশ্চিত করে ইরান। 

এ নিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ইরান। গেল তিন বিশ্বকাপ (২০২২, ২০১৮ এবং ২০১৪) ছাড়াও ২০০৬, ১৯৯৮ এবং ১৯৭৮ সালের বিশ্বকাপ খেলেছিল দলটি।


প্রথমার্থে ২ গোলে এগিয়ে থাকা উজবেকিস্তান বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার জন্য প্রস্তুত ছিল। তবে দ্বিতীয়ার্ধে মেহদি তারেমির জোড়া গোলে বিশ্বকাপের টিকিটি কাটে ইরান। অন্য ম্যাচে উত্তর কোরিয়া সংযুক্ত আরব আমিরাতকে হারালেও বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হতো উজবেকিস্তানের। ওই ম্যাচে ২-১ গোলে জিতে নেয় সংযুক্ত আরব আমিরাত।


উজবেকিস্তান ১৭ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। সরাসরি বিশ্বকাপে খেলার এখনও ভালো সুযোগ আছে উজবেকিস্তানেরও। 
এর আগে তিন আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার পর প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে এশিয়ার দল জাপান। পরে তাদের সঙ্গী হয় নিউজিল‍্যান্ড। 
এ ছাড়াও দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও।

 ব্রাজিলকে গুড়িয়ে ৪-১ গোলে জিতেছে আর্জেন্টিনা পরবর্তী

ব্রাজিলকে গুড়িয়ে ৪-১ গোলে জিতেছে আর্জেন্টিনা

কমেন্ট