আমাদের মধ্যে যে ঐক্য তা প্রতিকূলতা সত্ত্বেও অটুট রাখতে হবে : প্রধান উপদেষ্টা
স্বাভাবিক খাবার খেতে পারছেন তামিম, শঙ্কা আপাতত কেটে গেছে
শঙ্কা আপাতত কেটে গেছে। বড় ধরণের হার্ট অ্যাটাক হয়েছিল তামিম ইকবালের। দীর্ঘ চেষ্টার পর অবস্থার উন্নতি হয়েছে। দুদিন পর স্বাভাবিক খাবার খাচ্ছেন তামিম, হাঁটাচলাও করছেন। আজ এসেছে আরেকটি স্বস্তির খবর—সিসিউ থেকে কেবিনে নেওয়া হচ্ছে টাইগার ক্রিকেটারকে।
আজ তামিমের সর্বশেষ শারীরিক অবস্থার জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর আরিফ মাহমুদ। তিনি বলেন, ‘তামিম এখন ভালো আছেন। স্বাভাবিক খাবার খাচ্ছেন। তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। সেখানে ২-১ দিন পর্যবেক্ষণে রাখা হবে। আমরা আশা করছি, ঈদের আগে বাসায় ফিরতে পারবেন।’
ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর বেঁচে ফেরা তামিমকে নিয়ে শঙ্কা রাখতে চায় না তার পরিবার। ঈদের পর তাই বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাবেন। এমন খবর গতকাল জানান তামিমের চাচা ও সাবেক ক্রিকেটার আকরাম খান।
বিসিবির এই বোর্ড পরিচালক বুধবার বলেছেন, ‘এভারকেয়ারে সে পর্যবেক্ষণে আছে। ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি আরও দুই-তিন দিন এই কন্ডিশনে থাকে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারব।’
গত সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে হঠাৎই অসুস্থবোধ করেন তামিম। অস্বস্তি কাটাতে খেয়ে নেন গ্যাস্ট্রিকের ওষুধ। পরে হাসপাতালেও যান। এরপর আবারও অস্বস্তিতে ভোগেন। পরে জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। হার্টে ব্লক ধরা পরেছে। পরানো হয় রিং। চিকিৎসক জানিয়েছেন, তামিমের শরীরের অবস্থার বেশ উন্নতি হয়েছে। তবে এখনও আছেন পর্যবেক্ষণে।
কমেন্ট