উয়েফার তদন্তের মুখে রিয়ালের চার খেলোয়াড়

উয়েফার তদন্তের মুখে রিয়ালের চার খেলোয়াড়

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াল মাদ্রিদের চার খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উয়েফা। তারা হলেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, আন্তোনিও রুডিগার ও দানি সেবায়োস।

ঘটনাটি চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেতিকো মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগের। সেদিন ম্যাচ জয়ের পর ওয়ান্দা মেত্রোপলিটানোয় অ্যাতলেতিকো সমর্থকদের সামনে উদযাপনে মাতেন রুডিগার, এমবাপ্পে, ভিনিসিয়ুস এবং সেবায়োসরা।

তাদের বিরুদ্ধে দর্শকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি করেছেন বলে অভিযোগ উঠে। টিভি স্ক্রিণে দেখা যায়, জার্মান ডিফেন্ডার রুডিগার সম্ভবত গলা কেটে ফেলার অঙ্গভঙ্গি করেছেন, যা দৃশ্যত অ্যাতলেতিকো দর্শকদের দিকে ছিল, এবং এমবাপ্পে সম্ভবত প্যান্টি ধরার অঙ্গভঙ্গি করেছেন।
স্প্যানিশ মিডিয়া জানিয়েছে, অ্যাতলেতিকো মাদ্রিদ গত সপ্তাহে রিয়াল খেলোয়াড়দের এইসব আচরণ নিয়ে উয়েফার কাছে রিপোর্ট করেছে।

এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ‘রিয়ালের চার খেলোয়াড়ের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ অভিযোগ তদন্ত করার জন্য একজন নৈতিকতা ও শৃঙ্খলা বিষয়ক পরিদর্শক নিয়োগ করা হয়েছে।

স্বাভাবিক খাবার খেতে পারছেন তামিম, শঙ্কা আপাতত কেটে গেছে পরবর্তী

স্বাভাবিক খাবার খেতে পারছেন তামিম, শঙ্কা আপাতত কেটে গেছে

কমেন্ট