আমাদের মধ্যে যে ঐক্য তা প্রতিকূলতা সত্ত্বেও অটুট রাখতে হবে : প্রধান উপদেষ্টা
আরেকটি রেকর্ডেও ফেদেরারেরকে পেছনে ফেললেন জোকোভিচ
রজার ফেদেরারের অনেক রেকর্ডই ভেঙে দিয়েছেন নোভাক জোকোভিচ। এবার আরেকটি রেকর্ডেও সুইজারল্যান্ডের সাবেক টেনিস তারকাকে পেছনে ফেললেন তিনি। এটিপি মাস্টার্স ১০০০ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বয়সী সেমিফাইনালিস্ট সার্বিয়ান তারকা।
মায়ামি ওপেনের শেষ আটে সেবাস্টিয়ান কোরডাকে ৬-৩, ৭-৬(৪) গেমে হারিয়ে এই রেকর্ড গড়েছেন জোকোভিচ।
২৪ বছর বয়সী মার্কিন টেনিস তারকাকে হারিয়ে সেমিফাইনালে ওঠার দিন তার বয়স দাঁড়ায় ৩৭ বছর ১০ মাস। এর আগে ফেদেরার রেকর্ডটি গড়েছিলে ৩৭ বছর ৭ মাস বয়সে। ২০১৯ সালে ইন্ডিয়ান ওয়েলস এন্ড মায়ামির টুর্নামেন্টে শেষ চারে ওঠে এই কীর্তি গড়েছিলেন ২০ গ্র্যান্ড স্লামের মালিক।
ক্যারিয়ারের ১০০তম এটিপি শিরোপা জিততে আর দুই জয় দূরে জোকোভিচ।
শেষ আটে জয়ের পর দারুণ খুশি হয়েছেন পুরুষ এককে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লামের মালিক। জয়ের সময় উচ্ছ্বসিত দেখা গেছে এক সময়কার প্রতিদ্বন্দ্বী বর্তমানে তার কোচ অ্যান্ডি মারেকেও।
ম্যাচ শেষে জোকোভিচ বলেছেন, ‘পুরো টুর্নামেন্টে দারুণ সার্ভ করেছি। তবে আজকের ম্যাচের দ্বিতীয় সেটে কামব্যাক করতে আমার এমন সার্ভ প্রয়োজন ছিল।
টাইব্রেকারের দুটি পয়েন্টই বিজয়ী ঠিক করে দিয়েছে। তাই এটাকে আমি টার্নিং পয়েন্ট হিসেবেই ধরতে পারি।’ সেমিফাইনালে তার প্রতিপক্ষ বুলগেরিয়ান টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ।
কমেন্ট