আ.লীগের ১ লাখের বেশি নেতাকর্মী দিল্লি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: উপদেষ্টা মাহফুজ
অ্যাশেজের আগে ভারতের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া আগস্ট থেকে নভেম্বরের মধ্যে ভারতের বিপক্ষে আটটি সাদা বলের ম্যাচ খেলবে, এরপর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে। ক্রিকেট অস্ট্রেলিয়া রবিবার তাদের হোম সিরিজের সূচি ঘোষণা করেছে।
আগস্টে ডারউইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের মাধ্যমে ১৭ বছর পর প্রথমবারের মতো একই বছরে অস্ট্রেলিয়ার প্রতিটি রাজ্য ও অঞ্চল আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করবে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয়টি সাদা বলের ম্যাচের পর অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে। এ মাসের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েছিল।
এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। ভারত বর্তমান টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন এবং সাম্প্রতিক বছরগুলোতে তিন ফরম্যাটেই অস্ট্রেলিয়ার অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী।
প্যাট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া ২১ নভেম্বর পার্থে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ শুরু করবে। এরপর ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে বাকি টেস্ট অনুষ্ঠিত হবে।
এছাড়া অস্ট্রেলিয়ার নারী দল ভারতের বিপক্ষে মাল্টি-ফরম্যাট সিরিজ খেলবে, যার মধ্যে আগামী বছরের মার্চে পার্থে একটি দিন-রাতের টেস্টও রয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘গত মৌসুমে আমরা দর্শক সংখ্যা, টিভি দর্শক এবং ডিজিটাল এনগেজমেন্টে অনেক রেকর্ড ভেঙেছি। নতুন মৌসুমও একই রকম উত্তেজনাপূর্ণ হবে বলে আমরা আশাবাদী।’
কমেন্ট