হেড লাইনস:

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ     

‘এল ক্ল্যাসিকোর’ ফাইনালে ওঠার পর কোয়াড্রপলের স্বপ্ন দেখছে বার্সা

‘এল ক্ল্যাসিকোর’ ফাইনালে ওঠার পর কোয়াড্রপলের স্বপ্ন দেখছে বার্সা

রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা যেকোনো ম্যাচ মানেই রোমাঞ্চে ঠাসা। আর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি যদি হয় ফাইনাল তাহলে তো দর্শক-সমর্থকদের জন্য আনন্দ আরো কয়েকগুণ বেড়ে যায়। আগামী ২৬ এপ্রিল তেমনি এক ‘এল ক্ল্যাসিকো’ ফাইনালের মঞ্চায়ন করেছে দুই দল।

রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে একদিন আগেই কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল।


গতকাল বার্সেলোনা করেছে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে। সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে প্রতিপক্ষের মাঠ মেত্রোপলিতানোয় ফেরান তোরেসের জয়সূচক গোলে শ্রেষ্ঠত্বের মঞ্চে সুযোগ পেয়েছে কাতালানরা। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জয় পেয়েছে।
এতে ১১ বছর পর কোপা দেল রে ফাইনালে আবারো ‘এল ক্ল্যাসিকো’ দেখা যাবে।


সর্বশেষ ২০১৪ ফাইনালে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উদযাপন করেছে রিয়াল। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে বার্সা। তবে ফাইনাল নিয়ে এখনই ভাবতে চান না হান্সি ফ্লিক। বিপরীতে বর্তমান নিয়ে ভাবতে চাওয়ার বিষয়টি গতকাল ফাইনালে ওঠার পরেই জানিয়েছেন বার্সেলোনা কোচ।
আগামী শনিবার রিয়াল বেতিসের সঙ্গে লা লিগার ম্যাচ রয়েছে বার্সার। সেই ম্যাচ নিয়েই আপাতত ভাবতে চান ফ্লিক। জার্মান কোচ বলেছেন, ‘জানি প্রত্যেকেই ফাইনাল নিয়ে কথা বলতে চায়। ‘এল ক্ল্যাসিকো’ হওয়া আমিও বুঝতে পারছি। তবে আমি অতীত কিংবা ভবিষ্যতে না থাকে বর্তমান নিয়ে ভাবছি।


আমাদের মনোযোগ বেতিস ম্যাচ নিয়ে। লা লিগায় যারা আমাদের পরের ম্যাচের প্রতিপক্ষ। 
ফাইনাল নিয়ে এখনই না ভাবলেও ট্রেবল জয়ের ঠিকই স্বপ্ন দেখছেন ফ্লিক। তিনি বলেছেন, ‘স্বপ্ন তো দেখাই যায়। স্বপ্ন দেখার অনুমতিটা আছে। তবে আমাদের মনোযোগী থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করে স্বপ্নটা জিইয়ে রাখতে হবে।’

ট্রেবল না বলে অবশ্য কোয়াড্রপল জয়ের সুযোগও  বলা যায়। কেননা ইতিমধ্যে স্প্যানিশ সুপার কোপার শিরোপা জিতেছে বার্সেলোনা। গতকাল কোপা দেল রের ফাইনালে উঠেছে। সঙ্গে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের বিপরীতে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ৩ পয়েন্টে এগিয়ে শীর্ষে রয়েছে। তবে শিরোপা জেতাটাতে কঠিন সেটিও জানিয়েছেন ফ্লিক। তিনি বলেছেন, ‘হ্যা, মুহূর্তটা দারুণ। কিন্তু অভিজ্ঞতা থেকেই বলছি পরিস্থিতি বদলে যেতে সময় লাগে না। তবে আমাদের মনোযোগ ধরে রাখা প্রয়োজন।’

 

মেসির ফেরার ম্যাচে হেরে বিদায়ের শঙ্কায় মায়ামি পরবর্তী

মেসির ফেরার ম্যাচে হেরে বিদায়ের শঙ্কায় মায়ামি

কমেন্ট