টেলিফোন, খুদেবার্তাসহ যোগাযোগের অন্যান্য আধুনিক পদ্ধতিতে আদালত সমন জারি করতে পারবে
রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল
এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে লেখা হলো ইউরোপীয় ফুটবলের নতুন ইতিহাস। ডেকলান রাইসের জোড়া গোল আর মিকেল মেরিনোর গোলে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। ফ্রি-কিক থেকে জোড়া গোল করে এ ম্যাচে দারুণ এক রেকর্ডের ভাগিদার হলেন রাইস।
পেশাদার ক্যারিয়ারের ৩৩৮ ম্যাচে এর আগে ১২ বার ফ্রি-কিক নেওয়ার সুযোগ পেয়েছিলেন ডেকলান রাইস।
কিন্তু কখনো জালের দেখা না পাওয়া রাইস ৩৩৯তম ম্যাচে এসে একসাথে করে ফেললেন দুইটি। আর তাতেই বনে গেলেন চ্যাম্পিয়নস লিগ নকআউট ম্যাচে এক ম্যাচে দুই ফ্রি-কিক গোল করা প্রথম খেলোয়াড়।
ম্যাচের ৫৮ মিনিটে প্রায় ৩০ গজ দূরে ফ্রি–কিক পায় আর্সেনাল। রাইস কোনাকুনি এসে ডান পায়ের শটটি যখন নিলেন, বাঁকানো শটে বল জড়িয়ে যায় জালে।
যেন কিছুই করার নেই রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার।
রাইসের দ্বিতীয় গোলটি ছিল আরো চমৎকার—২৫ গজ দূর থেকে নেওয়া ফি-কিকটি উপরের কোণে জালের খাঁজে বল ঢুকতেই আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড এবং কোচ মিকেল আর্তেতা অবাক হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েন। স্ট্যান্ডে বসে থাকা রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের লেজেন্ড রবার্তো কার্লোসও মুখ ভার করে তাকিয়ে ছিলেন।
ম্যাচ শেষে রাইস আমাজন প্রাইমকে বলেছেন, ‘আমি জানি না এই ঘোর কাটবে কি না।
ফ্রি–কিক থেকে প্রথম গোল করা ম্যাচটি এমনিতেই বিশেষ কিছু। দ্বিতীয়টি যখন পেলাম...আত্মবিশ্বাস ছিল। সত্যি বলতে, আমি ভাষাহীন। এটা ঐতিহাসিক রাত।’
রাইস প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগ নকআউটে এক ম্যাচে দুটি ফ্রি-কিক থেকে গোল করেন।
এর আগে রিভালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, হাকিম জিয়েশরা করলেও সেসব নকআউট ম্যাচ ছিল না।
কমেন্ট