গত সরকারের আমলের ৭ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে : আইন উপদেষ্টা
ভারতীয় তারকাকে ২৪ লাখ জরিমানা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্লো ওভাররেটের কারণে রাজস্থান রয়েলসের অধিনায়ক সাঞ্জু স্যামসনকে ২৪ লাখ রুপি জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
আইপিএলের চলতি আসরে হার্দিক পাণ্ডিয়া, রিয়ান পরাগ, ঋষভ পন্ত, রজত পতিদারের পর পঞ্চম অধিনায়ক হিসেবে আইপিএলে স্লো ওভাররেটের জন্য শাস্তি পেলেন স্যামসন।
বিসিসিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্লো ওভাররেটের জন্য রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এর আগে রিয়ান পরাগ অধিনায়ক থাকাকালীনও মন্থর বোলিং করে শাস্তি পেয়েছিল রাজস্থান। পাঁচ ম্যাচে এটা দ্বিতীয় অপরাধ হওয়ায় অধিনায়ক স্যামসনের পাশাপাশি দলের সব সদস্যকেই শাস্তি পেতে হয়েছে।
রাজস্থান রয়েলস দলের প্রত্যেক সদস্যকে হয় ৬ লাখ রুপি নয়তো ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা হিসেবে দিতে হবে। তবে রাজস্থানের জন্য স্বস্তির খবর হলো, এই মৌসুম শুরুর আগেই নিয়ম বদলেছিল আইপিএল কর্তৃপক্ষ। নাহলে দুই ম্যাচে ওভাররেটের নিয়ম ভাঙার শাস্তি হিসেবে নির্বাসনের মুখে পড়তে হতো সাঞ্জুকে।
বুধবার আহমেদাবাদে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২১৭ করে গুজরাট। দলের হয়ে ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলেন সাই সুদর্শন। টার্গেট তাড়া করতে নেমে রাজস্থান ১৯.২ ওভারে ১৫৯ রানে অলআউট হয়।
কমেন্ট