রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা আগামী মে মাসের মাঝামাঝিতে শেষ হবে: আলী রীয়াজ
লিভারপুলে আরো দুুই বছর সালাহ
লিভারপুলের সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন ক্লাবটির মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। যার ফলে ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন তিনি। খবর বিবিসির।
লিভারপুলের সঙ্গে সালাহর আগের চুক্তির মেয়াদ এই গ্রীষ্মেই শেষ হওয়ার কথা ছিল।
মৌসুমজুড়ে সালাহর বিভিন্ন মন্তব্য এবং তাকে সৌদি আরবের ক্লাবগুলোর সঙ্গে জড়িয়ে বিভিন্ন গুঞ্জনের কারণে অ্যানফিল্ডে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এখন লিভারপুলেই থাকছেন ৩২ বছর বয়সী এই তারকা।
লিভারপুলের নতুন চুক্তিতে সালাহ পাবেন সপ্তাহে ৪ লক্ষ পাউন্ড, যা আগের চেয়ে কিছুটা বেশি। তবে সৌদি লিগের ক্লাবগুলো তাকে পেতে প্রস্তাব দিয়েছিল সপ্তাহে ২৫ লক্ষ পাউন্ডের (বছরে ১৫০ মিলিয়ন ইউরো)।
তাদের আকাশছোঁয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে লিভারপুলের সঙ্গেই নতুন চুক্তিতে সই করেন তিনি।আর এই সিদ্ধান্তের ফলে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার হওয়ার সুযোগ হারালেন সালাহ।
২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে গেল ৮ মৌসুমে ক্লাবটির হয়ে ৩৯৩ ম্যাচে ২৪৩ গোল ও ১০৯টি অ্যাসিস্ট করেছেন সালাহ। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন এই ফরোয়ার্ড।
নতুন এই চুক্তির ফলে লিভারপুলের হয়ে আরো অসাধারণ কিছু করার সুযোগ তৈরি হলো সালাহর।
নতুন চুক্তির প্রতিক্রিয়ায় সালাহ বলেন, ‘অবশ্যই আমি খুব উত্তেজিত—আমাদের এখন একটি দারুণ দল আছে। আগেও আমাদের ভালো দল ছিল, তবে আমি এবার সই করেছি, কারণ আমি মনে করি আমরা আরো ট্রফি জিততে পারি এবং আমি ফুটবল উপভোগ করব।’
তিনি আরো বলেন, ‘আমি এখানে আট বছর খেলেছি, আশা করি তা ১০ বছর হবে। আমি এখানে আমার জীবন ও ফুটবল উপভোগ করছি।
আমার ক্যারিয়ারের সেরা বছরগুলো এখানেই কেটেছে।’
চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সালাহ করেছেন ৩২টি গোল। যার মধ্যে ২৭টি এসেছে প্রিমিয়ার লিগে।
কমেন্ট