লিটনের বদলে করাচি কিংসে অজি তারকা

লিটনের বদলে করাচি কিংসে অজি তারকা

প্রথমবারের মতো পিএসএলে খেলার সুযোগ পেয়েছিলেন লিটন দাস। কিন্তু চোটের কারণে মাঠে নামা হয়নি। টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। পাকিস্তানে গিয়েও অনুশীলনে আঙুলে চোট পেয়ে কোন ম্যাচ না খেলেই দেশে ফিরে আসছেন লিটন।

তার বদলি হিসেবে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার বেন ম্যাকডারমটকে দলে নিয়েছে করাচি।
সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ‘অস্ট্রেলিয়ান পাওয়ারহাউস বেন ম্যাকডারমট করাচি কিংসে লিটন দাসের বিকল্প হিসেবে যোগ দিয়েছেন।’

অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন বেন ম্যাকডারমট।

১৮ গড় ও ৯৯.৭০ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৪২। দক্ষিণ আফ্রিকার এসএটি-২০, শ্রীলঙ্কার এলপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন এই অজি তারকা।

ফুটবল স্টেডিয়ামে পুলিশ-সমর্থকদের সংঘর্ষ, নিহত ২ পরবর্তী

ফুটবল স্টেডিয়ামে পুলিশ-সমর্থকদের সংঘর্ষ, নিহত ২

কমেন্ট