দুই জনের মুত্যুর পর বহুল প্রতীক্ষিত ডার্বি ম্যাচ বাতিল

দুই জনের মুত্যুর পর বহুল প্রতীক্ষিত ডার্বি ম্যাচ বাতিল

মনুমেন্টাল স্টেডিয়ামে কোপা লিবের্তাদোরেস ম্যাচে সাম্প্রতিক সহিংসতায় দুইজনের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে বহুল প্রতীক্ষিত কোলো কোলো ও ইউনিভার্সিদাদ দে চিলির মধ্যকার ডার্বি ম্যাচ বাতিল করেছে চিলি সরকার।

চিলির নিরাপত্তামন্ত্রী লুইস কর্দেরো শুক্রবার ঘোষণা করেছেন, রবিবার এস্তাদিও ন্যাসিওনালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ইউনিভার্সিদাদ দে চিলি ও কোলো কোলোর ম্যাচ স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তটি এসেছে কোপা লিবার্তাদোরেসে কোলো কোলো ও ফর্তালেজার মধ্যে বৃহস্পতিবারের ম্যাচে সংঘটিত সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে।

সেদিন স্বাগতিক সমর্থকরা মাঠে প্রবেশের চেষ্টা করলে ভিড়ের ধাক্কায় স্টেডিয়ামের কাছের বেষ্টনীতে আঘাত পেয়ে মারা যান ১৩ বছর বয়সী এক কিশোর ও ১৮ বছর বয়সী এক কিশোরী। ওই মৃত্যুর প্রতিবাদে সেদিন ম্যাচের ৭২তম মিনিটের সময় মাঠে নেমে যান কোলো কোলোর সমর্থকরা। তখন গোলশূন্য সমতায় ছিল ম্যাচ। শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ম্যাচটি বাতিল করে দেয়।

 

লিটনের বদলে করাচি কিংসে অজি তারকা পরবর্তী

লিটনের বদলে করাচি কিংসে অজি তারকা

কমেন্ট