লাল কার্ড দেখেছেন কিলিয়ান এমবাপ্পে, কয় ম্যাচ নিষিদ্ধ হতে পারেন এমবাপ্পে?

লাল কার্ড দেখেছেন কিলিয়ান এমবাপ্পে, কয় ম্যাচ নিষিদ্ধ হতে পারেন এমবাপ্পে?

রিয়াল মাদ্রিদের হয়ে নিজের প্রথম লাল কার্ড দেখেছেন কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১-০ গোলের জয়ে ম্যাচে ৩৮তম মিনিটে লাল কার্ড দেখেন তিনি। শুরুতে রেফারি হলুদ কার্ড দেখালেও ভিএআর মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে সরাসরি লাল কার্ড দেখানো হয় এমবাপ্পেকে। 


রিয়ালের হয়ে প্রথম লাল কার্ড দেখার পর এখন অপেক্ষা কত ম্যাচের নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন এমবাপ্পে।


লা লিগার শৃঙ্খলাবিধির ১৩০ নম্বর ধারা অনুযায়ী, বলের জন্য লড়াই চলাকালীন সংঘটিত সহিংসতার ক্ষেত্রে (যদি কোনো চোট না লাগে) এক থেকে তিন ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়া হতে পারে। তবে এই ধরনের ট্যাকলে সাধারণত দুই ম্যাচের বেশি নিষেধাজ্ঞা পান না কেউ।
যদি দুই ম্যাচে নিষেধাজ্ঞা পান তাহলে ২০ এপ্রিল অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে এবং ২৩ এপ্রিল গেতাফের বিপক্ষে ম্যাচ মিস করবেনে এমবাপ্পে। তবে, ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালে তিনি খেলার সুযোগ পাবেন তিনি।

কারণ, চার বা তার অধিক ম্যাচের নিষেধাজ্ঞা না হলে, কোপা দেল রে’র ম্যাচে অংশগ্রহণে বাধা থাকবে না তার।
রিয়াল মাদ্রিদের হয়ে এটি এমবাপ্পের প্রথম লাল কার্ড, এবং তার পেশাদার ক্যারিয়ারের চতুর্থ। 

বল টেম্পারিংয়ের দায়ে ক্যারিবিয়ান ক্রিকেটারের শাস্তি পরবর্তী

বল টেম্পারিংয়ের দায়ে ক্যারিবিয়ান ক্রিকেটারের শাস্তি

কমেন্ট