বাংলাদেশ সফরে আসছে, ভারতবাংলাদেশ-ভারত সিরিজের সূচি চূড়ান্ত

বাংলাদেশ সফরে আসছে, ভারতবাংলাদেশ-ভারত সিরিজের সূচি চূড়ান্ত

দীর্ঘ তিন বছর পর আবারো বাংলাদেশ সফরে আসছে ভারত। সর্বশেষ ২০২২ সালে দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল তারা। এবারের সিরিজে দীর্ঘতম সংস্করণ না থাকলেও তিনটি করে সীমিত সংস্করণের ম্যাচ খেলবে দুই দল।
সীমিত সংস্করণের সিরিজ সামনে রেখেই আজ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বরাবরে মতো এবারো সিরিজের ম্যাচ হবে মিরপুর ও চট্টগ্রামে। এখন পর্যন্ত সবমিলিয়ে ৩৮ ম্যাচ হয়েছে বাংলাদেশে। যার মধ্যে মাত্র দুটি হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায়। বাকি সব ম্যাচই এই দুই মাঠেই হয়েছে।
আগামী ১৭ আগষ্ট মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হতে যাওয়া সিরিজটি খেলতে ১৩ আগস্ট বাংলাদেশে আসবে ভারত। প্রথম দুই ওয়ানডে মিরপুরে হবে। তৃতীয় ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি হবে চট্টগ্রামে। বাকি দুই টি-টোয়েন্টি মিরপুরে খেলে ভারতের বিমানে চড়বেন রোহিত শর্মা-সূর্যকুমার যাদবরা।

 
গত কয়েক বছর ধরেই দুই দলের সিরিজ মানেই উত্তেজনায় ঠাসা। ঘরের মাঠের সর্বশেষ সিরিজেই যেমন হয়েছে। দুই টেস্টে ধবলধোলাই হলেও ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এবারের সিরিজও তেমনি হবে বলে জানিয়েছেন নিজাম উদ্দিন চৌধুরি।

 
বিসিবির সিইও নিজাম বলেছেন, ‘ঘরের ক্যালেন্ডারের মধ্যে সিরিজটি সবচেয়ে বেশি রোমাঞ্চকর ও প্রত্যাশিত ইভেন্টগুলোর মধ্যে অন্যতম হবে।

তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে ভারত একটা মাণদন্ড তৈরি করেছে। দুই দলের লাখো দর্শক-সমর্থক সিরিজটি উপভোগ করবে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ-ভারত দারুণ কিছু সিরিজ উপহার দিয়েছে। আমি আত্মবিশ্বাসী যে, আরেকটি কঠিন লড়াই ও বিনোদনময় সিরিজ হতে যাচ্ছে।’
বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ

তারিখ          ম্যাচ            ভেন্যু
১৭ আগস্ট    ১ম ওয়ানডে  মিরপুর
২০ আগস্ট    ২য় ওয়ানডে  মিরপুর
২৩ আগস্ট    ৩য় ওয়ানডে  চট্টগ্রাম

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ

তারিখ          ম্যাচ                 ভেন্যু
২৬ আগস্ট    ১ম টি-টোয়েন্টি    চট্টগ্রাম
২৯ আগস্ট    ২য় টি-টোয়েন্টি    মিরপুর
৩১ আগস্ট    ৩য় টি-টোয়েন্টি    মিরপুর

 

আইপিএলে ব্যাট নিয়ে কারসাজি রুখতে নতুন নিয়ম জারি করেছে আইপিএল কর্তৃপক্ষ পরবর্তী

আইপিএলে ব্যাট নিয়ে কারসাজি রুখতে নতুন নিয়ম জারি করেছে আইপিএল কর্তৃপক্ষ

কমেন্ট