বিটিভি জিম্বাবুয়ে সিরিজ বিনামূল্যে দেখাচ্ছে, বিসিবি তাতে কৃতজ্ঞ

বিটিভি জিম্বাবুয়ে সিরিজ বিনামূল্যে দেখাচ্ছে, বিসিবি তাতে কৃতজ্ঞ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের জন্য সম্প্রচারকারী প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছিল না বিসিবি। ঠিক সেই সময়ে বোর্ডের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ টেলিভিশন। সিরিজটি বিনামূল্যে সম্প্রচার করবে রাষ্ট্রায়ত্ত এই টেলিভিশন চ্যানেল। আজ শনিবার একটি অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘আমরা কৃতজ্ঞ যে বিটিভি সিরিজটি সম্প্রচার করবে। এই সময়টায় তাদের সময়সূচি পাওয়া কঠিন ছিল। এখানে উপস্থিত সচিব মহোদয়সহ সবাইকে ধন্যবাদ জানাই। সবাইকে যেখানে সময় কিনে নিতে হয়, সেখানে তারা এটি বিনামূল্যে সম্প্রচারে রাজি হয়েছেন। এটা খুবই উদারতা দেখিয়েছে বিটিভি।’

বিসিবি সভাপতি আরও জানান, বর্তমানে বিশ্বজুড়ে ক্রিকেট বোর্ডগুলো অর্থনৈতিক চাপে আছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক এবং ঘরোয়া পর্যায়ে এখন একটু মন্দা চলছে। এমনকি আইসিসির ইভেন্ট পরিচালনায় নিয়োজিত জিও স্টারও এখন কঠিন সময় পার করছে। স্পনসর সংক্রান্ত নানা জটিলতা রয়েছে। সরকার পরিবর্তনের পর আমরা এখনো এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে পথ চলছি।’

তবে শুধু বিটিভিতে নয়, সিরিজটির বাকি অংশ অন্যান্য টিভি চ্যানেলে সম্প্রচারের বিষয়েও আলোচনা চলছে বলে জানান ফারুক।

তিনি বলেন, ‘আমরা এখনো আলোচনা চালিয়ে যাচ্ছি। যদি আরেকটা টিভি চ্যানেল পাই, তাহলে সেটাতেও সম্প্রচারের চেষ্টা করব। যদি এই ম্যাচ দেখাতে না পারি, তবে পরের ম্যাচটা হলেও অন্য চ্যানেলে দেখানোর চেষ্টা করব।’

২০২৬ বিশ্বকাপে খেলতে এ বছরটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন মেসি পরবর্তী

২০২৬ বিশ্বকাপে খেলতে এ বছরটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন মেসি

কমেন্ট