আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা
দর্শকদের আগ্রহী করতে টিকিটের দাম কমাল বিসিবি
জিম্বাবুয়ে সিরিজ নিয়ে কোনো বেসরকারী চ্যানেলই আগ্রহ দেখায়নি। ফলে খেলাটা এখন দেখানো হবে সরকারি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে। টেস্ট ম্যাচে বাংলাদেশে দর্শক খরার বিষয়টা পুরোনো। ম্যাচে দর্শকদের আগ্রহী করতে জিম্বাবুয়ে সিরিজের টিকিটের দাম কমিয়েছে বিসিবি।
বাংলাদেশ-জিম্বাবুয়ের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আগামী ২০ এপ্রিল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াতে যাওয়া সেই ম্যাচের সর্বনিম্ন টিকিট হবে ৫০টাকার, জানিয়েছে বিসিবি। সিলেটে খেলা দেখতে হলে অবশ্য সশরীরে টিকিট নিতে হবে। অনলাইন টিকিটের ব্যবস্থা করেনি বোর্ড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের প্রথম ম্যাচের টিকেটের দাম জানিয়েছে বিসিবি। সিলেট টেস্টের সবচেয়ে ভালো গ্যালারিতে বসে খেলা দেখলেও আপনাকে খরচ করতে হবে মোটে ৫০০ টাকা। আর সর্বনিম্ন টিকিটের দাম ৫০ টাকা। অথচ গেল বছরও সর্বনিম্ন টিকিটের দাম রাখা হতো ১০০ টাকা।
৫০ টাকায় মিলবে শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি), পূর্ব গ্যালারি (ফটক-৩) ও গ্রিন হিলের টিকেট। ১০০ ও ১৫০ টাকায় মিলবে যথাক্রমে শহীদ আবু সাইদ স্ট্যান্ড ও পূর্ব গ্যালারি (ফটক-২) এর টিকিট। ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে ২৫০ টাকায়। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা।
২০ এপ্রিল মাঠে গড়াবে প্রথম টেস্ট। তবে টিকিট পাওয়া যাচ্ছে আজ শনিবার থেকেই। স্টেডিয়ামের বুথে সকাল থেকে টিকিট মিলছে। মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় আগামী ম্যাচের দিন সকাল ১০টা থেকে টিকিট পাওয়া যাবে।
কমেন্ট