রোনালদোকে বিশ্বকাপ জেতাতে মরিনিওর দ্বারস্থ পর্তুগাল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে মরিনিওর দ্বারস্থ পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনালদোর পোর্টফোলিওতে সব আছে। শুধু নেই একটি বিশ্বকাপ। সবশেষ বিশ্বকাপে এ আফসোস ঘুচে গেছে তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। ২০২৬ সালে রোনালদোর আক্ষেপ ঘোচাতে এবার উঠে পড়ে লেগেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। জোসে মরিনিওর সঙ্গে ‘যোগাযোগ স্থাপন করেছে’ তারা। পরের বছরের ফিফা বিশ্বকাপে পর্তুগালের জাতীয় দলের কোচ হিসেবে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা এখন প্রবল।

বর্তমানে তুরস্কের ক্লাব ফেনারবাচের দায়িত্বে আছেন মরিনিও। ক্লাবটি এখন গালাতাসারাইকে তিন পয়েন্টে পেছনে রেখে তুর্কি লিগের শিরোপার লড়াইয়ে আছে। সিএনএন পর্তুগালের খবর অনুযায়ী, ফেডারেশন মরিনিওর রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করতেও প্রস্তুত। আর ‘গোল’-এর প্রতিবেদন বলছে, চুক্তি প্রায় চূড়ান্ত।

যদি সবকিছু ঠিকঠাক হয়, তাহলে বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদো ও জোসে মরিনিওর পুনর্মিলনও দেখা যেতে পারে। রিয়াল মাদ্রিদে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই দুজন একসঙ্গে থেকে বড় সাফল্য পেয়েছিলেন।  কিছুদিন আগেও গুঞ্জন ছিল রোনালদো হয়তো সৌদি লিগ ছেড়ে মরিনিওর ফেনারবাচেতে যোগ দেবেন। সেটা না হলেও, এবার তারা আবারও জাতীয় দলে এক হতে পারেন।

পর্তুগালের সাম্প্রতিক পারফরম্যান্সও বেশ ভালো। জুনের ৪ তারিখ জার্মানির বিপক্ষে নেশনস লিগের সেমিফাইনাল খেলতে নামবে তারা। এরই মধ্যে কোচিং নিয়ে আলোচনা চলছে, জানিয়েছে পর্তুগিজ গণমাধ্যম।


মরিনিওও একাধিকবার বলেছেন, জাতীয় দলকে কোচিং করানোর ইচ্ছে তার রয়েছে। ২০১৯ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার শেষ হওয়ার আগে এটা করতে চাই। তবে আমার ক্যারিয়ার এখনও অনেকটা বাকি, তাই এখনই সেটা হবে না। দেখা যাক সুযোগ আসে কিনা।’

মরিনিওর সাফল্যমণ্ডিত কোচিং ক্যারিয়ারে পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের মতো ক্লাব আছে। তবে তিনি এখনও কোনো জাতীয় দলের কোচ হননি। এবার হয়তো সেই স্বপ্নপূরণের পালা!

এ বছরের জুন-জুলাইয়ে মাঠে গড়াচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ পরবর্তী

এ বছরের জুন-জুলাইয়ে মাঠে গড়াচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ

কমেন্ট