তামিম-হৃদয়দের সঙ্গে আলোচনায় বসেছেন বিসিবি সভাপতি

তামিম-হৃদয়দের সঙ্গে আলোচনায় বসেছেন বিসিবি সভাপতি

তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে গত কদিন ধরেই নাটক শুরু হয়েছে। শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে একটা সমাধান দিলেও তাতে নাটক শেষ বলে ধরে নেওয়া যাচ্ছে না। কেননা শোনা যাচ্ছে মোহামেডানের বর্তমান অধিনায়কের বিষয়েই নাকি আজ সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম ইকবাল।

তামিমের ডাকেই আজ বিসিবিতে মোহামেডানের অনেকেই আসছেন।

হৃদয় তো আসছেনই সঙ্গে দেখা যায় মাহমুদ উল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, নাঈম শেষ ও শরিফুল ইসলামদেরও। আসার পর নিজেদের মধ্যে দীর্ঘসময় আলোচনাও করেছেন তারা। এরপর নামাজ শেষে বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে আলোচনা বসেছেন তারা। আলোচনায় আছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও।
আলোচনা শেষেই বিস্তারিত জানা যাবে। 
গত ১২ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়ে এক ম্যাচের শাস্তি পান হৃদয়। সঙ্গে আবাহনীর বিপক্ষে ম্যাচটিতে অসদাচরণের জন্য ৪ ডিমেরিট ও ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। কিন্তু ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান হৃদয়।

তার ওই প্রতিক্রিয়া আমলে নিয়ে নতুন করে তিনটি ডিমেরিট পয়েন্ট ও ৮০ হাজার জরিমানা করা হয়েছে। ফলে নিষেধাজ্ঞা বেড়ে দুই ম্যাচ হয়। কিন্তু এক ম্যাচ পরেই মাঠে নামেন তিনি। তা নিয়েই পরে বড় ঝামেলার সৃষ্টি হয়।
হৃদয়ের শাস্তি কমানোয় সিসিডিএমের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হক।

এমন সিদ্ধান্তে পরে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আর পরিচালনা করবেন না বলে বিসিবিকে চিঠি দেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও। আইসিসির এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ারের এমন সিদ্ধান্তে নড়েচড়ে বসে বিসিবি। নিজেদের ভুল বুঝতে  পেরে পরে আম্পায়ার্স বিভাগ জানায়, আগের শাস্তি অনুযায়ী হৃদয়কে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতেই হবে। 
কিন্তু গতকাল হঠাৎ করেই আজকের সংবাদ সম্মেলনের ডাক দেন তামিম। গত মাসে ডিপিএলের ম্যাচ খেলার সময় বিকেএসপিতে হার্ট অ্যাটাকে অসুস্থ হওয়ার পর থেকেই মাঠের বাইরে আছেন মোহামেডানের মূল অধিনায়ক। তার অবর্তমানেই দলকে নেতৃত্ব দিচ্ছেন হৃদয়। বাংলাদেশের সাবেক বাঁহাতি ওপেনারের ডাকে শুধু মোহামেডানের ক্রিকেটাররাই আসেননি অন্য দলেরও অনেকে এসেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারী, ইলিয়াস সানি ও জিয়াউর রহমানরা।

 

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে মরিনিওর দ্বারস্থ পর্তুগাল পরবর্তী

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে মরিনিওর দ্বারস্থ পর্তুগাল

কমেন্ট