পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকান সিটির পথে প্রধান উপদেষ্টা
ভারতীয় ব্যাটারের সেই কাণ্ডে দানা বাঁধছে সন্দেহ
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গত পরশুর ম্যাচের ঘটনা। দিপক চাহার বল ডেলিভারির পর আবার মার্কিং প্রান্তে যাচ্ছিলেন। তখন থমকে দাঁড়ালেন, আম্পায়ারও তখন দোটানায়—ঈশান কিশান ক্যাচ হয়েছেন নাকি হননি! কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের তারকা যেন নিশ্চিত, ‘আউট হয়ে গেছি।’ পেছনে ফিরেও তাকাননি। ওই ঘটনা নিয়েই যত কাণ্ড!
আইপিএলের ওই ম্যাচটিতে ঈশানের আউটকে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে তুলনা করছেন অনেকে। পাকিস্তানের সাবেক তারকা পেসার জুনায়েদ খান সেই ভিডিওটি পোস্ট করে লিখেছেন, ‘ডাল মে কুছ কালা হ্যায়...’। এমন অভিযোগ আরও অনেকের। ঈশানের বিরুদ্ধে তদন্ত করার কথাও বলেছেন কেউ কেউ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ঈশানের ব্যাটে বলই লাগেনি। আম্পায়ার বিনোদ শেশান আউট না দিয়ে ওয়াইড দিতে যাচ্ছিলেন। কিন্তু সেসব না দেখে নিজেই নিজেকে ‘আউট’ দিয়ে ডাগআউটে ফিরে যান ঈশান। এমন কাণ্ডে হতবাক হয়ে যান মুম্বাইয়ের ক্রিকেটাররা। আম্পায়ারও চমকে যান।
বোলার দিপক না মুম্বাইয়ের ফিল্ডাররা—কেউ কোনও আপিল করেননি। পরে রিপ্লেতেও দেখা যায় ব্যাটেই লাগেনি বল। পুরো ব্যাপারটার উপর আলোকপাত করে এক্স হ্যান্ডেলে ঈশানের আউটের ভিডিও পোস্ট করেন জুনাইদ। সেখানেই সবাই বিষয়টিতে ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন।
পোস্টের একটি কমেন্টে একজন লিখেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন নাকি ঈশান?’ আরেকজন এর মধ্যে ‘ম্যাচ পাতানোর’ গন্ধ পেয়ে লিখেছেন, ‘অবিলম্বে ঈশানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বিসিসিআইয়ের।’
মুম্বাইয়ের বিপক্ষে হায়দ্রবাদ ওই ম্যাচটি হেরে গেছে। ব্যাটারদের আসা যাওয়ার দিনে হেনরি ক্লাসেনের ৭১ রানে ভর করে ১৪৩ রান তোলে হায়দ্রাবাদ। জবাবে তাণ্ডব চালান রোহিত শর্মা ও সুর্যকুমার যাদব। ৭ উইকেটের হার দেখে ঈশানদের দল। সেদিন ৪ বল খেলে মোটে ১ রান করেন ঈশান। আউট না হয়েও ফিরে যান, যা নিয়ে এখনও আলোচনা।
কমেন্ট