রেফারি বিতর্কে রিয়ালের সমালোচনায় অ্যাতলেতিকো

রেফারি বিতর্কে রিয়ালের সমালোচনায় অ্যাতলেতিকো

কোপা দেল রে ফাইনালের আগে রেফারিং বিতর্ক ঘিরে উত্তাল হয়ে উঠেছে স্প্যানিশ ফুটবল। ম্যাচের ঠিক আগেই রেফারিকে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির খেলোয়াড় ও কর্তৃপক্ষ নিজেদের অফিশিয়ালদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ধারাবাহিক আপত্তিকর মন্তব্য, রেফারিদের নিয়ে  সমালোচনা করতে দেখা যায়। আর সেই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ।

অ্যাতলেতিকো মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এটা একেবারেই অগ্রহণযোগ্য! স্প্যানিশ ফুটবলের ভাবমূর্তি কলুষিত করা বন্ধ করুন।’

উল্লেখ্য, গতকাল কোপা দেল রে ফাইনালের আগে রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্ট বার্সেলোনার বিপক্ষে ম্যাচের জন্য নিযুক্ত রেফারিদের নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে। রিয়াল মাদ্রিদ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে রেফারি পরিবর্তনের আবেদন জানায় এবং এমনকি ফাইনালে অংশ না নেওয়ার হুমকিও দিয়েছে।

রিয়াল মাদ্রিদ অভিযোগ করেছে, রেফারিরা ফাইনালে নিরপেক্ষতা বজায় রাখতে অক্ষম এবং দলের প্রতি স্পষ্টভাবে শত্রুতা প্রদর্শন করছেন।

বিশেষ করে, রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচিয়া এবং ভিএআর রেফারি পাবলো গঞ্জালেজ ফুয়ের্তেসের প্রেস কনফারেন্সে দেওয়া মন্তব্য পরিস্থিতি আরো উত্তপ্ত করে তুলেছে।
তবে কোনো পরিস্থিতিতেই রেফারি পরিবর্তন করা হবে না বলে জানিয়ে দেয় আরএফইএফ। এর পরই ম্যাচের আগের দিন অনুশীলন, সংবাদ সম্মেলন, ক্লাব প্রেসিডেন্টদের ডিনার বর্জন করে রিয়াল।

রেফারিং এবং আরো অনেক বিষয় নিয়ে আগেও অনেকবার মুখোমুখি অবস্থানে দেখা গেছে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদকে।

 

ভারতীয় ব্যাটারের সেই কাণ্ডে দানা বাঁধছে সন্দেহ পরবর্তী

ভারতীয় ব্যাটারের সেই কাণ্ডে দানা বাঁধছে সন্দেহ

কমেন্ট