ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ
পিএসএল খেলতে পাকিস্তানে পৌঁছেছেন নাহিদ
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশটিতে পৌঁছেছেন নাহিদ রানা। প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেবেন এই গতি তারকা। পেশোয়ার জালমি তাকে নিলেও জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে খেলার জন্য পিএসএলের শুরুর ম্যাচগুলো মিস করেছেন তিনি। অবশেষে, পাকিস্তানে পৌঁছালেন নাহিদ।
অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে আজ রোববার (২৭ এপ্রিল) নাহিদ নিজেই জানিয়েছেন পাকিস্তানে যাওয়ার কথা। নাহিদ লিখেছেন, ‘পিএসএল খেলতে পাকিস্তানে এলাম।’ তার দল পেশোয়ার জালমিও বরণ করে নিয়েছে। একাধিক ছবি ও ভিডিও দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, নাহিদ রানা নিজস্ব ঢংয়ে এসেছেন। যোগ দিয়েছেন স্কোয়াডে। সাবধান, নাহিদ হলুদ ঝড়ের সঙ্গে যুক্ত হয়েছেন।
পিএসএলের দশম আসরের ড্রাফটে নাহিদকে গোল্ডেন ক্যাটাগরি থেকে দলে ভেড়ায় পেশোয়ার। তিন বাংলাদেশি ক্রিকেটার পিএসএলে দল পাওয়ার পর আসরের শুরু থেকেই খেলার জন্য এনওসি দিয়েছিল বিসিবি। নাহিদদের অনাপত্তিপত্র কার্যকর হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলার পর।
আসরে খুব একটা ভালো অবস্থানে নেই নাহিদের দল পেশোয়ার। ৫ ম্যাচ শেষে ৩ হার ও ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে তারা। ষষ্ঠ ম্যাচে পেশোয়ার আজ মাঠে নামবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। নাহিদ একাদশে থাকবেন কি না, সেটি এখনও অনিশ্চিত।
কমেন্ট