কেউ মামলা করতে এলে সেটার সত্য-মিথ্যা যাচাই করার সুযোগ পুলিশের নেই: আইজিপি
লাল দুর্গে প্রিমিয়ার লিগ শিরোপা উৎসব, আগুয়েরোকে টপকে শীর্ষে সালাহ
টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে অ্যানফিল্ডে গত রাতে ৫-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। এই জয়ের মাধ্যমে তারা ২০তম লিগ শিরোপা অর্জন করে ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ডে ভাগ বসাল।
শিরোপা জয়ের ম্যাচে একটি করে গোল করেন লুইস দিয়াজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, কোডি গাকপো ও মোহাম্মদ সালাহ। টটেনহ্যামের ডেসটিনি উদোগির আত্মঘাতী গোল ৫-১ বানিয়ে দেয় লিভারপুলের স্কোরলাইন।
লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যা ডাইক ম্যাচের পর স্কাই স্পোর্টসকে বলেন, ‘এটা পৃথিবীর সেরা ক্লাব। এই শিরোপা আমাদের প্রাপ্য ছিল। আমরা আগামী কয়েক সপ্তাহ উপভোগ করব এবং এই মুহূর্তটি স্মরণ করব। আমি তাদের (ভক্তদের) জন্য এবং সারা বিশ্বের লিভারপুল সমর্থকদের জন্য, আর আমাদের জন্যও এটি জিততে মরিয়া ছিলাম।
’
স্লট স্কাই স্পোর্টসকে বলেন নতুন কোচ আর্নে স্লটের অধীনে প্রথম মৌসুম এটি, আর তাতেই চ্যাম্পিয়ন লিভারপুল। ‘এটা স্পষ্ট ছিল যে এই ম্যাচটি হারতে পারি না। বাসে সবাই বলছিল– কোনোভাবেই আমরা এই ম্যাচ হারবো না। তারা সবসময় জয়ের উপায় বের করে ফেলে।
শুধু খেলোয়াড়রা নয়, বরং যারা এখানে দাঁড়িয়ে আছেন– স্পোর্টস ডিরেক্টর, আমার স্টাফ– তাদেরও বড়সড় একটা হাততালি প্রাপ্য।’
গত বছর ইয়ুর্গেন ক্লপের বিদায়ের পর দায়িত্ব নেন ডাচ কোচ স্লট।
ম্যাচ শেষে স্লট ক্লপকে সম্মান জানিয়ে তার নামে গ্যালারির দিকে তাকিয়ে গান গেয়েছেন, যেভাবে ক্লপ এক বছর আগে স্লটের জন্য একইটা করেছিলেন। শিরোপা জয়ের পর ক্লপকে স্মরণ করে স্লট বলেন, ‘এই জয় শুধু খেলোয়াড়দের নয়, সবাইকে উৎসর্গ করছি যারা এই যাত্রায় পাশে ছিল। ক্লপের প্রতি সম্মান জানাতে আমি তার নাম ধরে গেয়েছি, যেমন তিনি এক বছর আগে গেয়েছিলেন।
’
‘আসুন ভুলে যাই এটা ৩৫ বছরে মাত্র দ্বিতীয় শিরোপা, এটা বরং পাঁচ বছরে দ্বিতীয়টা।’
লিভারপুল সর্বশেষ ২০২০ সালে প্রিমিয়ার লিগ জিতেছিল কভিড মহামারির সময়। সেটিও ৩০ বছর পর। এবার জিতল পাঁচ বছরের ব্যবধানে।
এদিকে সালাহ তার ১৮৫তম প্রিমিয়ার লিগ গোল করে ইতিহাস গড়েছেন। তিনি এখন প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা বিদেশি খেলোয়াড়। পেছনে ফেলেছেন আর্জেন্টিনার সার্জিও আগুয়েরোকে। ১৮৪ গোল নিয়ে এত দিন পর্যন্ত সবার ওপরে ছিলেন ম্যানচেস্টার সিটির হয়ে ইতিহাস গড়া আগুয়েরো। গত রাতে সালাহ ১ গোল করে তাকে ছাড়িয়ে গেলেন। ১৭৫ গোল করে সালাহ ও আগুয়েরোর পর এই তালিকার ৩ নম্বরে আছেন থিয়েরি অঁরি।
বিদেশিদের মধ্যে সর্বোচ্চ গোল করা সালাহ সম্মিলিত তালিকায় আছেন ৫ নম্বরে। ১৮৭ গোল নিয়ে অ্যান্ডি কোল, ওয়েইন রুনি (২০৮), হ্যারি কেইন (২১৩) এবং অ্যালেন শিয়ারার (২৬০)।
কমেন্ট