স্মার্ট সেন্সর ফিটবিট যখন মাস্কে

স্মার্ট সেন্সর ফিটবিট যখন মাস্কে

ফিটনেস ডিভাইস তো সাধারণত হাতেই পরে থাকে মানুষ। তবে যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা তৈরি করেছেন এমনই এক ফিটনেস ডিভাইস যা কিনা মাস্কের সঙ্গেও পরা যাবে। নতুন এই স্মার্ট সেন্সর প্ল্যাটফর্মকে বলা হচ্ছে ‘মুখের জন্য ফিটবিট’ বা ‘ফেসবিট’। হালকা ওজনের সেন্সরটিতে থাকা ক্ষুদ্র চুম্বকটি ‘এ৯৫’ বা সার্জিক্যাল ফেস মাস্কের সঙ্গে সংযুক্ত করতে সাহায্য করবে।

 
এটি ব্যবহারকারীর রিয়েল-টাইম শ্বাস-প্রশ্বাসের হার, হার্ট রেট এবং মাস্ক পরিধানের সময় ধরতে পারে। এই সমস্ত তথ্য তারবিহীনভাবে স্মার্টফোন অ্যাপে পাঠানো হয়। রিয়েল-টাইম স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য অ্যাপটিতে আছে ড্যাশবোর্ড। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ব্যবহারকারীর মানসিক অবস্থা কেমন হতে পারে সেই বিষয়ে পূর্বাভাসও দিতে পারবে মাস্কটি। প্রকৌশলীরা আশা করছেন করোনা সময় এটি বেশ কাজে আসবে। 

বাংলাদেশ আজ ডিজিটাল প্লাটফর্মে দাঁড়িয়েছে: প্রতিমন্ত্রী পলক পরবর্তী

বাংলাদেশ আজ ডিজিটাল প্লাটফর্মে দাঁড়িয়েছে: প্রতিমন্ত্রী পলক

কমেন্ট