অ্যাপে গোপনীয়তা বাড়াচ্ছে গুগল

অ্যাপে গোপনীয়তা বাড়াচ্ছে গুগল

ব্যবহারকারীরা অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে ইন্টারনেটে কী সার্চ করছেন, কোন অ্যাপ কতটা সময় ব্যবহার করছেন বা কী কী ওয়েবসাইট নিয়মিত ঘুরে দেখেছেন—সেসব তথ্য ব্যবহার করে তাঁদের নিশানা করে বিজ্ঞাপন দিয়ে আসছিল বিজ্ঞাপনদাতারা।

প্রতিটি ব্যবহারকারীর এ ধরনের পছন্দ-অপছন্দের প্রফাইল তৈরি করে থাকে বিজ্ঞাপনী সংস্থাগুলো। ব্যক্তিগত গোপনীয়তায় এমন হস্তক্ষেপ কমাতে যাচ্ছে গুগল। তারা বলেছে, স্মার্টফোন ব্যবহারের এমন বিস্তারিত তথ্যের রিপোর্ট আর তৈরি হতে দেবে না।

এক অ্যাপের তথ্য অন্য অ্যাপের নির্মাতারা পাবে না। এর বদলে ব্যবহারকারীর কী কী বিষয়ে আগ্রহী, তার একটি ছোট তালিকা বিজ্ঞাপনদাতাদের দেবে গুগল। সে অনুযায়ী তারা সঠিক বিজ্ঞাপন ব্যবহারকারীদের দেখাতে পারবে। তবে বিশেষজ্ঞদের দাবি, যদি ব্যবহারকারীদের পছন্দ তালিকাই দেওয়া হবে, তাহলে আর এই সিস্টেমের কী প্রয়োজন?

ফেসবুকের  এক দিনে দাম কমেছে ২৩ হাজার কোটি ডলার পরবর্তী

ফেসবুকের এক দিনে দাম কমেছে ২৩ হাজার কোটি ডলার

কমেন্ট