‘প্রোটেক্ট’ চালু না করে বিপাকে ফেইসবুক ব্যবহারকারীরা

‘প্রোটেক্ট’ চালু না করে বিপাকে ফেইসবুক ব্যবহারকারীরা

দুই ধাপের পরিচয় নিশ্চিতকরণ ফিচার সময়মতো চালু না করে বিপাকে পড়েছেন ফেইসবুক ব্যবহারকারীদের একাংশ। অ্যাকাউন্ট ‘আনলক’ করতে ‘ফেইসবুক প্রোটেক্ট’ ফিচার চালু করতে বলছে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যমটি।
সাইবার হামলার ঝুঁকিতে আছেন এমন ব্যবহারকারীদের জন্য ফেইসবুকের মূল প্রতিষ্ঠান মেটা দুই ধাপের পরিচয় নিশ্চিতকরণ ফিচার চালু করার কথা জানিয়েছিল গেল ডিসেম্বরে। ১৭ মার্চ ছিল ফিচারটি চালু করার প্রাথমিক ‘ডেডলাইন’। ফিচারটি সময় মতো চালু করেননি এমন ব্যবহারকারীদের অ্যাকাউন্ট লক করে দিয়েছে ফেইসবুক।

ভুক্তভোগী ব্যবহারকারীদের ফেইসবুক নোটিফিকেশন দিচ্ছে, “অ্যাকাউন্ট আনলক করতে ফেইসবুক প্রোটেক্ট চালু করুন। অ্যাকাউন্ট ১৭ মার্চ, ২০২২ লক করা হয়েছে। আপনি বাড়তি নিরাপত্তা ফিচারগুলো এনাবল করতে করতে আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য সতর্কতা হিসেবে আমরা এই পদক্ষেপ নিয়েছি।”

তবে, প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট বলছে, ‘ফেইসবুক প্রোটেক্ট’ চালু করার পরেও নিজের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছেন না ভুক্তভোগীদের একটা অংশ। ফেইসবুককে ‘প্রোটেক্ট’ ফিচারটি চালু করতে বলেননি এমন ব্যবহারকারীদের অ্যাকাউন্টও লক করে রাখার কথা জানিয়েছে সাইটটি।

এ ছাড়াও, ফিচারটি চালু করার জন্য ফোনে পাঠানো বিশেষ কোডও পাননি কেউ কেউ।

নিজস্ব প্ল্যাটফর্মে থাকা সংবাদকর্মী, সরকারি কর্মকর্তা, এবং মানবাধিকারকর্মীদের মতো ব্যক্তিদের অ্যাকাউন্টের জন্যই ‘প্রোটেক্ট’ ফিচারটি চালু করেছে ফেইসবুক। এমন ব্যক্তিদের ফলোয়ার সংখ্যাও বেশি বলে তাদের উপর সাইবার হামলার আশঙ্কাও বেশি।

সিনেট বলছে, ডিসেম্বরের মধ্যেই অন্তত ১৫ লাখ অ্যাকাউন্ট ‘ফেইসবুক প্রোটেক্ট’ ফিচারটি এনাবল করে নিয়েছিল।

তবে, ব্যবহারকারীদের বর্তমান বিড়ম্বনা নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ফেইসবুক।

স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে সহায়তা করবে ভারত পরবর্তী

স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে সহায়তা করবে ভারত

কমেন্ট