ইসরাইলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

দখলদার ইসরাইলের উত্তরের দখলকৃত অঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ফাদি-১ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।

Advertisement

লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি রোববার এক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, তাদের ক্ষেপণাস্ত্রগুলো ওফেক সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হানে। 

হামলাটি লেবাননের ভূমি ও বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এবং গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে চালানো হয়েছে বলেই জানিয়েছে হিজবুল্লাহ।


এদিকে লেবাননের সংবাদ সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ একই সময়ে দখলকৃত ফিলিস্তিনের উত্তরের তিবেরিয়াস অঞ্চলেও পাঁচটি রকেট নিক্ষেপ করেছে।

তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো জানা যায়নি। 

ইসরাইলি সেনাবাহিনী গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করেছে। যাতে এক হাজারেরও বেশি লেবানিজ নিহত এবং ৬ হাজারেরও বেশি আহত হয়েছে। এছাড়া প্রায় ১০ লাখ লেবানিজ গৃহহীন হয়ে পড়েছে। 

এর প্রেক্ষিতে হিজবুল্লাহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরাইলের সামরিক অবস্থান ও দখলকৃত গোলান মালভূমিতে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। 

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোট মিশন শেষ হবে ২০২৫ সালে পরবর্তী

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোট মিশন শেষ হবে ২০২৫ সালে

কমেন্ট