ট্রাম্প প্রেসিডেন্ট হতে হিংসাত্মক বক্তৃতা করছেন: কমলা হ্যারিস
৫ নভেম্বর আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এখন শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। নির্বাচনি প্রচারে ভোটারদের নানা প্রতিশ্রুতি যেমন দিচ্ছেন এই দুই প্রার্থী তেমনি পরস্পরকে ঘায়েলে আক্রমণাত্মক বক্তৃতাও দিচ্ছেন। এবার ট্রাম্পের ওপর হিংসাত্মক বক্তৃতার অভিযোগ এনেছেন তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস।
এক সমর্থকের বিরুদ্ধে হিংসাত্মক বক্তব্য দেওয়ায় ট্রাম্পের কঠোর সমালোচনা করেন হ্যারিস। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে এমন রাজ্য উইসকনসিনে সমাবেশ করে বক্তৃতায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেন হ্যারিস।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক জরিপ বলছে, এখন পর্যন্ত দেশটির ৬৪ মিলিয়নেরও বেশি মানুষ ভোট দিয়েছেন। যেখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই প্রেসিডেন্ট প্রার্থীর। এই অবস্থায় দুই প্রার্থীরই জয় নির্ভর করছে উইসকনসিনসহ সাতটি সুইং স্টেট জুড়ে কে বিজয়ী হবেন তার ওপর। এ অবস্থায় দুজনেই রাজ্যের বৃহত্তম শহর মিলওয়াকিতে প্রচারণা চালাচ্ছেন।
আর সেই প্রচারণায় ট্রাম্পের হিংসাত্মক বক্তৃতার নিন্দা করেন হ্যারিস। ট্রাম্পের ওপর অভিযোগ তুলে হ্যারিস বলেন, ‘ট্রাম্প প্রাক্তন প্রতিনিধি লিজ চেনির উপর রাইফেল প্রশিক্ষণের পরামর্শ দিয়েছেন। এটি অবশ্যই অগ্রহণযোগ্য। যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে চায় তার জন্য এই ধরনের সহিংস বক্তৃতা ব্যবহার করা স্পষ্টতই অযোগ্যতা। এবং সে রাষ্ট্রপতি হওয়ার অযোগ্য।’
এদিকে হ্যারিসকেও সমালোচনা করতে ছাড়ছেন না ট্রাম্প। বৃহস্পতিবার অ্যারিজোনার একটি ইভেন্টে দক্ষিণপন্থী প্রভাবশালী টাকার কার্লসনের সাথে দেখা করে ট্রাম্প বলেন, হ্যারিস একটি ‘স্লিজ ব্যাগ’ আর বাইডেন হলো ’বোকা জারজ’। সেই সঙ্গে তিনি দাবি করেন, সবচেয়ে বড় সুইং স্টেট পেনসিলভানিয়ায় ইতিমধ্যেই ভোটে কারচুপি করা হচ্ছে।
তবে ট্রাম্প সবচেয়ে বড় সমস্যায় আছেন তার দল রিপাবলিকানদের একজন সিনিয়র নেতা চেনিকে নিয়ে মন্তব্য করে। যেখানে তিনি চেনিকে বলেন, ‘তিনি একজন র্যাডিক্যাল ওয়ার বাজ। আসুন তাকে একটি রাইফেলসহ নয়টি ব্যারেল দিয়ে তার দিকে গুলি করি, ঠিক আছে? আসুন দেখি সে এতে কেমন অনুভব করে, তার মুখে বন্দুকের প্রশিক্ষণ দেওয়া হয়।’
সম্প্রতি ডেমোক্রেট প্রার্থী হ্যারিসকে সমর্থন দেওয়া চেনি এর প্রতিক্রিয়ায় বলেন, ‘স্বৈরশাসকরা এভাবেই স্বাধীন দেশগুলোকে ধ্বংস করে। যারা তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে তারা মৃত্যুর হুমকি দেয়।’
ট্রাম্পের এমন বক্তব্যের পর হ্যারিস চেনির পাশে দাঁড়ান। এবং বলেন, ‘ট্রাম্প এমন একজন যিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু বলে মনে করেন এবং প্রতিশোধের জন্য এসব বলেন। তিনি ক্রমবর্ধমান অস্থির এবং অপ্রতিরোধ্য।’
কমেন্ট