ইলেকটোরাল কলেজ ভোটে ২৬০ পার করলেন ট্রাম্প
ইলেকটোরাল কলেজ ভোটে ট্রাম্প ২৬০ পার করে ফেলেছেন। অন্যদিকে কমলা পেয়েছেন ১৯৪। পূর্বাভাস বলছে, রিপাবলিকানরা সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। উল্লেখ্য, হোয়াইট হাউসে জয়ের জন্য একজন প্রার্থীর ২৭০টি ভোট প্রয়োজন।
এদিকে আজ রাতে ফ্লোরিডায় সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে। লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করছে সাবেক এবং একইসঙ্গে সম্ভাব্য ভবিষ্যত প্রেসিডেন্ট এখানে খুব শিগগিরই এসে ভাষণ দিতে পারেন। ইতোমধ্যেই মঞ্চ প্রস্তুত করা হচ্ছে এবং সিক্রেট সার্ভিসও সক্রিয় হয়েছে।
এদিকে নর্থ ক্যারোলাইনা জিতে এবার ট্রাম্প দ্বিতীয় সুইং স্টেট জর্জিয়াও দখল করে নিয়েছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানতে এখনো কিছুটা সময় বাকি। তবে নির্বাচনের মাঠ দেখে মনে হচ্ছে, জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
নর্থ ক্যারোলাইনার ১৬টি ইলেকটোরাল ভোট গিয়েছে ট্রাম্পের ঝুলিতে। দুই সুইং স্টেটে জিতে প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার পথে আরো এগিয়ে গেলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান সাত অঙ্গরাজ্যের মধ্যে তৃতীয় রাজ্য হিসেবে পেনসিলভানিয়ার ফলও প্রকাশ হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএন ও ফক্স নিউজের খবর অনুযায়ী, পেনসেলভেনিয়ায় জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সাত সুইং স্টেট হলো- জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিন।
কমেন্ট