জীবনের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখতে হবে, তরুণদের উদ্দেশে ড. ইউনূস
রাশিয়ার সঙ্গে আরও শক্তিশালী সামরিক চুক্তি উত্তর কোরিয়ার
ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্য ব্যবহার করছে রাশিয়া, এমন অভিযোগ রয়েছে ইউক্রেনের। এর মাঝেই উত্তর কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি আরও জোরদার করা হয়েছে দেশটি। খবরে বলা হয়, তাদের কোনো একটি দেশে যদি সশস্ত্র আক্রমণ হয়, তাহলে এক দেশের সেনা অন্য দেশকে সাহায্য করবে।
উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কেসিএনএর খবরে বলা হয়, দেশের প্রধান কিম জং উন ইতোমধ্যে ডিক্রি জারি করে রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তির এই অংশটি গ্রহণ করেছেন। তার আগে রাশিয়ার পার্লামেন্ট চুক্তির এই অংশটি গ্রহণ করেছিল।
বস্তুত, রাশিয়ার পার্লামেন্টে কার্যত সর্বসম্মতিক্রমে এই বিলটি পাস হয়েছে। চুক্তির পরিবর্ধিত অংশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সইও করেছেন।
এর আগে জুনে পুতিন উত্তর কোরিয়া সফরে গেছিলেন। তখনই উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি সই হয়েছিল রাশিয়ার। এ নিয়ে বিশ্ব মঞ্চে যথেষ্ট বিতর্ক হয়েছিল। সেই বিতর্কিত চুক্তি আরও পরিবর্ধন করা হলো।
উত্তর কোরিয়ার সেনা ইউক্রেন যুদ্ধে
কিছুদিন আগেই ইউক্রেন অভিযোগ করেছিল, রাশিয়ার সীমান্তে ইউক্রেনের সেনার সঙ্গে উত্তর কোরিয়ার সেনার লড়াই হয়েছে। স্পষ্ট হয়ে গেছে, উত্তর কোরিয়ার সেনা রাশিয়াকে সরাসরি সাহায্য করছে এবং ইউক্রেন যুদ্ধে তারা ফ্রন্টলাইনে দাঁড়িয়ে যুদ্ধ করছে।
এর আগে ইউক্রেন অভিযোগ করেছিল, উত্তর কোরিয়া মিসাইল এবং গোলা-বারুদ দিয়ে রাশিয়াকে সাহায্য করছে। এ নিয়ে জাতিসংঘেও আলোচনা হয়েছিল। ইতোমধ্যে উত্তর কোরিয়া ও রাশিয়ার এই চুক্তি বিতর্ক আরও উসকে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।
কমেন্ট