নতুন বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার ভিত্তিতে: ড. মুহাম্মদ ইউনূস
ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ নবজাতকের মৃত্যু
ভারতের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ নবজাতকের মৃত্যু হয়েছে। আরও ১৬ নবজাতকের শারীরিক অবস্থা গুরুতর। শনিবার (১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন কর্মকর্তারা। খবর এএফপির।
ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দক্ষিণে উত্তরপ্রদেশ রাজ্যের ঝাঁসি মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আগুন লাগে।
উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক সাংবাদিকদের বলেন, ‘১০ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাতটি মরদেহ শনাক্ত করা হয়েছে। তিনটি মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।’
সংবাদমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, অগ্নিকাণ্ডে আরও ১৬ শিশুর অবস্থা গুরুতর।
উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হবে। যদি কোনো ত্রুটি পাওয়া যায় তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে রেহাই দেওয়া হবে না।’
এদিকে, জেলা কর্মকর্তা অবিনাশ কুমার জানান, হাসপাতালের নবজাতক ইউনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আমরা গুরুতর আহতদের চিকিৎসা সেবা দিচ্ছি।
সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় নিবিড় পরিচর্যা ইউনিটে মোট ৫৪ নবজাতক ছিল।
কমেন্ট