যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক আজ, যা জানা যাচ্ছে

যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক আজ, যা জানা যাচ্ছে

ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল জানিয়েছেন, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব নিয়ে আলোচনায় বসবে।

এদিন জেরুজালেমে হাসকেল সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই আমি এর বিস্তারিত নিয়ে আলোচনা করতে চাই না।’ তিনি সুনির্দিষ্ট সময় উল্লেখ না করে জানান, ‘এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ও আলোচনা প্রয়োজন। ভোটও অনুষ্ঠিত হতে পারে।



তিনি আরো বলেন, ‘মন্ত্রিসভার সদস্যরা কিছু তথ্য জানেন এবং আজ বিকেলে আরো বিস্তারিত জানানো হবে।’

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, প্রস্তাবিত খসড়া চুক্তিতে একটি ৬০ দিনের অন্তর্বর্তীকালীন সময়ের কথা উল্লেখ রয়েছে। এই চুক্তি অনুযায়ী, ইসরায়েলি স্থলবাহিনী লেবানন থেকে সরে যাবে, লেবাননের সেনাবাহিনী সীমান্তের কাছাকাছি পুনরায় মোতায়েন হবে এবং হিজবুল্লাহ তাদের ভারী অস্ত্র লিটানি নদীর উত্তরে সরিয়ে নেবে।

এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সোমবার বলেছিলেনন, আলোচনা চলছে এবং তা এখনো চূড়ান্ত হয়নি।


তবে তারা এমন একটি অবস্থানে পৌঁছেছেন, যেখানে আলোচনা প্রক্রিয়া শেষ হওয়ার কাছাকাছি রয়েছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এই যুদ্ধবিরতি চুক্তি গ্রহণের উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে।

বিক্ষোভে উত্তাল ইসলামাবাদে সেনা মোতায়েন, নিহত আরো ৫ পরবর্তী

বিক্ষোভে উত্তাল ইসলামাবাদে সেনা মোতায়েন, নিহত আরো ৫

কমেন্ট