‘ইউক্রেন যুদ্ধ সমাপ্তির পটভূমি এখনও তৈরি হয়নি’

‘ইউক্রেন যুদ্ধ সমাপ্তির পটভূমি এখনও তৈরি হয়নি’

কীভাবে ইউক্রেন যুদ্ধের ইতি টানা যায় সে বিষয়ে আলোচনার কোনো পটভূমি তৈরি হয়নি বলে জানিয়েছে রাশিয়া।

 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার তোড়জোড়ের মধ্যে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার একথা  জানিয়েছেন। খবর আলআরাবিয়ার।

তিনি বলেন, অনেক দেশ তাদের আঞ্চলিক নিরাপত্তা দিতে প্রস্তুতির ঘোষণা দিয়েছে। আমরা এসব দেশের জন্য কৃতজ্ঞ, যার মধ্যে কাতারও রয়েছে।

কাতার যুদ্ধের শুরু থেকে রাশিয়া থেকে ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে আনার বিষয়টি মধ্যস্ততা করেছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি পূর্ণ আক্রমণ শুরুর পর থেকে এই যুদ্ধে কয়েজ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।


রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ, ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্টিনা মাতভিয়েঙ্কো সোমবার বলেন, ২০২৫ সালে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার চেষ্টা করা হতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে ইউক্রেনে যুদ্ধবিরতি আলোচনা করার জন্য প্রস্তুত এবং তিনি যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের রেখা স্থির করতে রাজি হতে পারেন। রুশ বাহিনী বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে এবং সম্প্রতি তারা যুদ্ধের শুরু থেকে সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে।

তবে ক্রেমলিন বারবার বলেছে, তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করবে না, যতক্ষণ না ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করে এবং রুশ বাহিনীর দ্বারা দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহার না করে।

মঙ্গলবার কিয়েভ ঘোষণা করেছে, তারা ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো সদস্যপদ ছাড়া কোনো সমাধানে যাবে না, এবং তারা তাদের ভূখণ্ডে কোনো আপস করবে না।

'সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সরকারকে প্রকৃত রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে হবে' পরবর্তী

'সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সরকারকে প্রকৃত রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে হবে'

কমেন্ট