যুদ্ধবিরতির মধ্যেই আবারও লেবাননে ইসরাইলি হামলা, নিহত ১

যুদ্ধবিরতির মধ্যেই আবারও লেবাননে ইসরাইলি হামলা, নিহত ১

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেই আবারও লেবাননে হামলা করেছে ইসরাইল। লেবানন অভিযোগ করেছে, বৃহস্পতিবার দেশটির আল খিয়াম সীমান্ত গ্রামে বিমান হামলায় একজনকে হত্যা করেছে। অথচ ওই অঞ্চল থেকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সম্প্রতি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে সেনা প্রত্যাহার করে নিয়েছে।

 

হামলার সত্যতা নিশ্চিত করে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের সেনারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্র খুঁজে পেয়েছে।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

এক বিবৃতিতে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে আল খিয়াম শহরে ইসরাইলি শত্রুদের হামলায় একজন নিহত এবং অন্য একজন আহত হয়েছে।


ইসরাইল এর আগে বলেছিল, তারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকারী হিজবুল্লাহ অপারেটিভদের লক্ষ্যবস্তু করছে।  যুদ্ধবিরতি অনুযায়ী, লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য ৬০ দিন সময় পেয়েছে ইসরাইল।

বুধবার আইডিএফ নিশ্চিত করেছে, তারা আল খিয়াম থেকে সেনা প্রত্যাহার করেছে। যুদ্ধবিরতির পর লেবানন থেকে প্রথম সেনা প্রত্যাহারের কথা জানায় ইসরাইল।  এছাড়া লেবাননের সেনাবাহিনী বলেছে যে তারা জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইউনিফিলের সাথে সমন্বয় করে সেখানে মোতায়েন রয়েছে।

এদিকে, আইডিএফ শুক্রবার (১৩ ডিসেম্বর) বলেছে, যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ লেবাননে কর্মরত তাদের সেনারা এখনও হিজবুল্লাহর অস্ত্র খুঁজে পাচ্ছে। ৭৬৯ তম হিরাম আঞ্চলিক ব্রিগেডের সেনারা ট্যাঙ্ক-বিরোধী ক্ষেপণাস্ত্র, অ্যাসল্ট রাইফেল, আরপিজি, মর্টার এবং অন্যান্য অস্ত্র ও বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে।

আইডিএফের দাবি, সেনারা একটি অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থানও খুঁজে পেয়েছে যা আগে হিজবুল্লাহ ইসরাইলের সীমান্ত শহরগুলোতে আক্রমণ করার জন্য ব্যবহার করেছিল।

এর আগে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এক সপ্তাহ না যেতেই লেবাননে হামলা চালিয়েছিল ইসরাইল। লেবাননের দক্ষিণাঞ্চলের দু’টি গ্রামে চালানো এই হামলায় অন্তত নয় জন নিহত হয়।  যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর লেবাননের অভ্যন্তরে এ নিয়ে ইসরাইলি হামলায় দ্বিতীয়বার প্রাণহানির ঘটনা ঘটলো।

এদিকে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যেটি এর আগে ইসরাইলকে গাজায় গণহত্যা করার জন্য অভিযুক্ত করেছে, বৃহস্পতিবার সংস্থাটি বলছে, লেবাননে চারটি ইসরাইলি বিমান হামলা যুদ্ধাপরাধ হিসাবে তদন্ত করা উচিত।

অবশেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব পাস পরবর্তী

অবশেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব পাস

কমেন্ট