বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি, শাহবাগে অবস্থান কর্মসূচি
যুদ্ধবিধ্বস্ত গাজায় স্কুল ও আবাসিক ভবনে ইসরায়েলের নির্বিচার হামলায় অর্ধশত নিহত
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার আবাসিক ভবন ও স্কুলগুলোতে এখনও নির্বিচার বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নুসেইরাত শরণার্থী শিবিরে গণহত্যা চালানোর একদিন পর ইসরায়েলের নির্বিচার হামলায় মারা গেছে অর্ধশতেরও বেশি মানুষ আর আহত হয়েছে আরও অগণিত লোক। খবর আলজাজিরার।
জাবালিয়া এলাকায় গতকাল শনিবার (১৫ ডিসেম্বর) সকালে সাদাল্লাহ পরিবারের একটি বাড়িতে ইসরায়েলি বোমাবর্ষণে চারজন নিহত হয়। গাজার উকন্ঠে একটি স্কুলে হামলায় মারা গেছে দুইজন। এছাড়া খান ইউনিসে তাঁবুতে আশ্রয় নেওয়া লোকজনের ওপর হামলায় মারা গেছে আরও একজন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্যগুলো দিয়েছে।
দিনের শেষ দিকে গাজা উপত্যকার পশ্চিমে আল-রিমাল এলাকায় অবস্থিত আল-মাজিদা ওয়াসিলা স্কুলে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় সাতজন নিহত হয়। বার্তা সংস্থা ওয়াফা জানায়, গাজার উত্তর-পশ্চিমে জালা জংশন এলাকায় সাধারণ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় একজন নারী নিহত হয় এবং আহত হয় আরও বেশ কয়েকজন। এছাড়া আল-নুসেইরাত আশ্রয় শিবিরে ইসরায়েলি বিমান হামলায় মারা গেছে আরও একজন।
এছাড়া রাফাহ শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় মারা গেছে আরও পাঁচজন সাধারণ ফিলিস্তিনি নাগরিক।
কমেন্ট