যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত ৪৫ হাজার ছাড়াল

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত ৪৫ হাজার ছাড়াল

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃসংশ হামলা চলছেই। সাম্প্রতিক হামলায় গাজার কামাল আদওয়ান হাসপাতালে কমপক্ষে ১০টি বোমা ফেলা হয়েছে, বেইত লাহিয়ায় হামলায় মারা গেছে দুজন, শাতি শরণার্থী শিবিরে হামলায় নিহত হয়েছে চারজন। এ ছাড়া গাজা শহরের বিভিন্ন স্থানে হামলায় মারা গেছে আরও পাঁচ ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। খবর আলজাজিরার।


এ আগে বেইত হানুন এলাকায় একটি স্কুলে ইসরায়েলি হামলায় ৪৩ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর ইউএনআরডব্লিউএ পরিচালিত একটি স্কুলেও হামলা হয়। এই হামলায় নিহত হয় আরও কমপক্ষে ২০ জন।

এ ছাড়া গাজার উপকণ্ঠে দারাজ এলাকায় ইসরায়েলি বিমান বাহিনী যুদ্ধবিমানের হামলায় আটজন ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে আবাসিক ভবনের ওপর এসব হামলায় ১০ জন মারা গেছে বলে জানিয়েছে আল কুদস নেটওয়ার্ক ও আল মানার টেলিভিশন।

ইসরায়েলি বাহিনী রিমোট কন্ট্রোলার নিয়ন্ত্রিত কোয়াডকপ্টারের মাধ্যমে গাজায় হামলা চালানো আরও জোরদার করেছে। গাজার হাসপাতালগুলোতে ড্রোন থেকে করা হামলায় আহত রোগী ক্রমাগত বাড়ছে।

অধিকৃত গোলানে জনসংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ ইসরাইলের পরবর্তী

অধিকৃত গোলানে জনসংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ ইসরাইলের

কমেন্ট