গাজার স্কুল-হাসপাতাল-সেফ জোনে ইসরায়েলের হামলা, নিহত ৫০

গাজার স্কুল-হাসপাতাল-সেফ জোনে ইসরায়েলের হামলা, নিহত ৫০

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরো ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার ভোর থেকে গাজার স্কুল, হাসপাতাল ও তথাকথিত ‘নিরাপদ অঞ্চলে’ দখলদার ইসরায়েলের বর্বর হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার। 

এদিন গাজার আল-মাওয়াসি তাঁবুতে বোমা হামলা চালায় ইসরায়েল।


এতে অন্তত ৭ ফিলিস্তিনি নিহত হন। এ সময় তাঁবুতে আগুন ছড়িয়ে পড়ে। এই হামলার কিছু সময় পরেই একই অঞ্চলে একটি গাড়িতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন দুই ফিলিস্তিনি।

 
গাজায় আগ্রাসন শুরুর আগে এখানে প্রায় ৯ হাজার ফিলিস্তিনি বসবাস করতেন। বছরখানেক আগে এই এলাকাকে মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা দিয়ে লাখ লাখ ফিলস্তিনিকে এখানে চলে আসতে বাধ্য করে ইসরায়েল। বাস্তুচ্যুত লাখো মানুষ আল-মাওয়াসির তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন।

এদিন কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।


এর কয়েকদিন আগে থেকেই ইসরায়েলি ট্যাংক হাসপাতালটি ঘিরে ফেলে। রবিবার উত্তর গাজার একমাত্র চালু এই হাসপাতালটিতে মুহুর্মুহু গুলি ও বোমা হামলার শিকার হয়েছে। এতে হাসপাতালের আশেপাশের এলাকায় ৩ জন নিহত হয়েছেন। 
এছাড়া গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলায় ৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। জাবালিয়ায় পৃথক ইসরায়েলি অভিযানে ৭ ফিলিস্তিনি নিহত হয়েছে।


একটি গাড়িতে অভিযান চালিয়ে আরো ৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।

যুদ্ধবিরতি ইস্যুতে এরইমধ্যে ৯০ শতাংশ আলোচনা সম্পন্ন হয়েছে: ফিলিস্তিনি কর্মকর্তা পরবর্তী

যুদ্ধবিরতি ইস্যুতে এরইমধ্যে ৯০ শতাংশ আলোচনা সম্পন্ন হয়েছে: ফিলিস্তিনি কর্মকর্তা

কমেন্ট