বাংলাদেশে আটক ভারতীয় জেলে এবং ভারতে আটক বাংলাদেশি জেলের বিনিময় ৫ জানুয়ারি
ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭১
দক্ষিণ ইথিওপিয়ায় সিদামা রাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রথমে ৬৬ জনের মৃত্যুর খবর জানানো হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ৭১ জনে। একটি মানুষ বোঝাই ট্রাক সেতু থেকে নদীতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। সিদামা রাজ্য ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার প্রায় ৩০০ কিলোমিটার (১৮০ মাইল) দক্ষিণে অবস্থিত।
দক্ষিণ সিদামা আঞ্চলিক সরকারের মুখপাত্রর একটি বিবৃতি অনুসারে, ‘ইথিওপিয়ায় যাত্রী ভর্তি একটি ট্রাক নদীতে ডুবে কমপক্ষে ৭১ জনের মৃত্যু হয়েছে।
’ গতকাল রবিবার গভীর রাতে জারি করা এক বিবৃতিতে আঞ্চলিক যোগাযোগ ব্যুরো জানিয়েছে, বোনা জেলায় দুর্ঘটনাটি ঘটেছে।
সিদামা আঞ্চলিক সরকারের মুখপাত্র ওসেনিয়েলেহ সিমিওন সোমবার রয়টার্সকে জানিয়েছেন, ৬৮ জন পুরুষ ও ৩ জন নারীসহ অন্তত ৭১ জন মারা গেছেন।’ তিনি আরো বলেন, ‘পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’ রবিবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে আঞ্চলিক যোগাযোগ ব্যুরো মৃতের সংখ্যা ৬৬ জন বলেছিল।
ওসেনিয়েলেহ আরো বলেন, ট্রাকটি সেতু থেকে একটি নদীতে পড়েছিল। ট্রাকে থাকা কিছু যাত্রী একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। এ দুর্ঘটনায় কিছু পরিবার তাদের একাধিক সদস্যকে হারিয়েছেন।’
অঞ্চলটির ট্রাফিক পুলিশ জানিয়েছে, ট্রাকটিতে অতিরিক্ত মানুষ বহন করা হচ্ছিল, যা সম্ভবত দুর্ঘটনার কারণ।
রাষ্ট্র-চালিত ইথিওপিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (ইবিসি) জানিয়েছে, রবিবার যখন দুর্ঘটনা ঘটে তখন যাত্রীরা একটি বিয়েতে যাচ্ছিলেন। মারাত্মক এমন সড়ক দুর্ঘটনা ইথিওপিয়াতে প্রায়ই ঘটে। এর আগে, ২০১৮ সালে ইথিওপিয়ার পার্বত্য অঞ্চলে একটি বাস খাদে পড়ে ৩৮ জনের মৃত্যু হয়। নিহতের মধ্যে বেশিরভাগই ছাত্র ছিল।
কমেন্ট