ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের

ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক প্রধান কাশেম সোলাইমানির পঞ্চম মৃত্যুবার্ষিকীর প্রেক্ষাপটে তারা এমন হুমকি দিলেন। খবর ইরান ইন্টারন্যাশনালের। 


২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাশেম সোলাইমানি। এই হামলার জন্য তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।  

কুদস ফোর্সের ডেপুটি কো-অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি এমন অভিযানের ফের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্প বিশ্বের সন্ত্রাসবাদী আন্দোলনের জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, তাকে এর মূল্য দিতে হবে।

এ ছাড়া আইআরজিসির ডেপুটি কো-অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল মোহামাদরেজা নাকদি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার আহ্বান করেছেন।

ইরানের আরেক ব্রিগেডিয়ার জেনারেল আসগর আরবপুর ট্রাম্পকে দ্রুত জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন। 

আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তার প্রথম মেয়াদেই ছিলেন ইরানবিরোধী। এবার দ্বিতীয় মেয়াদে সেই বিরোধিতা কোন পর্যায়ে যায়-তাই এখন দেখার বিষয়। 

ফ্রান্সের সেনাদের দেশ ছাড়তে বলল আইভরি কোস্ট পরবর্তী

ফ্রান্সের সেনাদের দেশ ছাড়তে বলল আইভরি কোস্ট

কমেন্ট