দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে: প্রধান উপদেষ্টা
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা ব্যর্থ
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছেন দেশটির তদন্তকারী কর্মকর্তারা। প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে বাসভবনে প্রবেশ করতে ব্যর্থ হন তারা।
ব্যাংকক পোস্টের খবরে বলা হয়, ইউন গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করার চেষ্টা করে অভিশংসিত হন। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে অভিশংসন এবং ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়েছিল।
পরে চলতি সপ্তাহের শুরুতে ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তাই বাসভবনে প্রবেশের চেষ্টা করলে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়ে। এরপর স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে নিরাপত্তা উদ্বেগের কারণে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হন তারা।
তার অভিশংসনের তার বিরুদ্ধে তদন্তে নামে দেশটির দুর্নীতি তদন্ত কমিশন।
জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকবার তদন্তকারী দলের কার্যালয়ে হাজির হওয়ার অনুরোধ করলেও তাতে সাড়া দেননি ইউন। এরপর তারা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। তাদের আবেদন মঞ্জুর করে ইউনকে গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত।
ওই আদেশের পরিপ্রেক্ষিতেই শুক্রবার সকালে ইউনকে গ্রেপ্তার করতে যান তদন্তকারীদের একটি দল।
তবে তারা ব্যর্থ হয়েছেন। এর আগেও ইউনের বাসভবনে তল্লাশি চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর তোপের মুখে ফিরে আসেন কর্মকর্তারা। প্রবল প্রতিরোধের মুখে অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে তদন্তকারী কার্যালয়। তবে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।
উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্তের দায়িত্বে থাকা দ্য করাপশন ইনভেস্টিগেশন অফিস ফর দ্য হাই-র্যাঙ্কিং অফিশিয়ালস (সিআইও) কর্মকর্তারা ইউনকে গ্রেপ্তারে তদন্তকারীদের একটি যৌথ দলের নেতৃত্ব দেন।
কমেন্ট