যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে: পররাষ্ট্র উপদেষ্টা
লস অ্যাঞ্জেলেসে দাবানলে পুড়ছে বাড়িঘর, লুটতরাজ ঠেকাতে কারফিউ
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে এখনও পুড়ছে বিস্তীর্ণ এলাকার বাড়িঘর। অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার জনগণ আগুনের সূত্রপাত কীভাবে হলো তার তদন্তের দাবিতে এখন সোচ্চার। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এবং লুটতরাজ ঠেকাতে কারফিউ জারি করা হয়েছে উপদ্রুত এলাকায়। খবর এএফপির।
এখন পর্যন্ত এই দাবানলে ১১ জনের প্রাণহানির খবর দিয়েছে কর্তৃপক্ষ। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে হাজার হাজার বাড়িঘর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই বিপর্যয়কে ‘যুদ্ধের চিত্রে’র সঙ্গে তুলনা করেছেন।
এদিকে, দাবানল রোধে কর্মকর্তাদের প্রস্তুতি ও সাড়া প্রদানে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে ক্ষতিগ্রস্ত লোকজন। বিশেষ করে বাড়িঘর ছাড়ার মিথ্যা সতর্কতার বিষয়ে প্রতিবাদ জানিয়েছে লোকজন। এ ছাড়া প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ করার জন্য হাইড্রেন্টগুলোতে (জরুরি পানি সরবরাহের জন্য ব্যবস্থা) পানি না থাকার বিষয়টিতেও ক্ষুব্ধ তারা।
রাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) শহরের পরিষেবা ব্যবস্থার পূর্ণাঙ্গ ও স্বাধীনভাবে নিরীক্ষার জন্য নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে আগুন নেভাতে তিনি পানি সরবরাহ না করতে পারার বিষয়টিকে গুরুতর সমস্যা হিসেবে বর্ণনা করেছেন। এক খোলা চিঠিতে তিনি বলেন, ‘এসব ঘটনা কেন ঘটল, তার উত্তর আমাদের প্রয়োজন।’
দাবানলে সর্বস্ব হারানো প্যাসিফিক প্যালিসেডসের বাসিন্দা নিকোল পেরি বলেন, ‘তাদের কর্মকাণ্ডের কারণে ভয়ানক বিপদে পড়েছি আমরা। তারা আমাদের মতো সাধারণ মানুষকে আগুনে পোড়ার হুমকির মুখে ফেলে দিয়েছে।’
এদিকে, লুটতরাজ বাড়তে থাকায় তা ঠেকাতে উপদ্রুত এলাকায় সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসজুড়ে এ পর্যন্ত ২৪ জনের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। কোথাও কোথাও স্থানীয় লোকজন পালা করে টহল দিচ্ছে। এ ছাড়া অস্ত্র নিয়ে নিজেদের বাড়িঘর পাহারা দিচ্ছেন কেউ কেউ।
এ বিষয়ে লস অ্যাঞ্জেলেসের পুলিশ প্রধান জিম ম্যাডোনেল বলেন, কাউকে উপদ্রুত এলাকায় দেখা গেলে গ্রেপ্তার করা হবে। এই নির্দেশনা অমান্যকারী ছয় মাসের কারাদণ্ড অথবা এক হাজার ডলার জরিমানার মুখোমুখি হবে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড বাহিনী।
ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচটি আলাদা আগুনের ঘটনায় ৩৭ হাজার একর এলাকা পুড়ে গেছে। এতে ধ্বংস হয়ে গেছে ১০ হাজারেরও বেশি বাড়িঘর। লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল এক্সামিনারের অফিস থেকে জানানো হয়েছে, মৃতের সংখ্যা ১১ তে পৌঁছেছে।
কমেন্ট