বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিএসএফ: স্বরাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপকে বরখাস্তের আহ্বান যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি প্রধানের
যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান ক্যামি ব্যাডেনোচ। আজ রোববার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ব্যাডেনোচ বলেছেন, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তাঁর ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতিবিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এখন তিনি নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত।
ব্যাডেনোচ আরও বলেন, সরকার যে আর্থিক সমস্যাগুলো তৈরি করেছে, তা মোকাবিলায় মনোনিবেশ করা উচিত হলেও টিউলিপ সিদ্দিক সেই কাজের জন্য সমস্যা হয়ে উঠেছেন।
অন্যদিকে, বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকাকালে টিউলিপের খালা শেখ হাসিনার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় এক অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। টিউলিপ ওই সাংবাদিকের শারীরিক অবস্থা নিয়েও মন্তব্য করেন।
কমেন্ট