সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে সরকার
লস অ্যাঞ্জেলেসে বর্তমান পরিস্থিতিতে দাবানলদুর্গত এলাকাগুলো ‘আগুনে টর্নেডোর’ ঝুঁকিতে রয়েছে
দাবানলে ৯ দিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এটিকে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল বলা হচ্ছে। এখন পর্যন্ত দাবানলে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।
এদিকে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হয়েছে বুধবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া ‘সান্তা অ্যানা’ নামের এক ঝোড়ো বাতাস।
কিছু পার্বত্য অঞ্চলে বাতাসের গতি ঘণ্টায় ৭০ মাইলে পৌঁছাতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে, যা টিকে থাকলে প্রায় হারিকেনের শক্তি পাবে। এরই মধ্যে দাবানলদুর্গত লস অ্যাঞ্জেলেসে গতকাল বুধবার আরেকটি বিরল সতর্কতা দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
তারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দাবানলদুর্গত এলাকাগুলো ‘আগুনে টর্নেডোর’ ঝুঁকিতে রয়েছে।
এটি বিরল হলেও এমন এক বিপজ্জনক অবস্থা, যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে। বাতাসের বেগ বৃদ্ধি পেলে আগুন আরো ছড়িয়ে পড়বে। তাই লস অ্যাঞ্জেলেসের কয়েকটি এলাকায় ‘বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতি’ নির্দেশক রেড ফ্লাগ অ্যালার্ট জারি করেছে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা।
আবহাওয়ার এই পূর্বাভাসে আগুনে টর্নেডোর কথা উল্লেখ করা হয়নি।
তবে আবহাওয়াবিদ টড হল বলেছেন, বর্তমান চরমভাবাপন্ন আবহাওয়ায় এমন টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে।
সাতটি রাজ্য এবং বাইরের দুটি দেশ থেকে প্রায় ৮ হাজার ৫০০ দমকলকর্মী দাবানল নেভাতে কাজ করছে। তারপরও দাবানল ওয়াশিংটন ডিসির আয়তনের একটি এলাকা গ্রাস করেছে। শক্তিশালী বাতাসের কারণে দাবানলের গুরুতর হুমকিতে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৬০ লাখের বেশি মানুষ।
আরো পড়ুন
শেষ ভাষণে যা বললেন বাইডেন
শেষ ভাষণে যা বললেন বাইডেন
লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাইরে আনাহেইম, রিভারসাইড, সান বার্নার্ডিনো ও অক্সনার্ডসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আরো কয়েকটি কাউন্টিতে মারাত্মক দাবানলের ঝুঁকিতে রয়েছে লাখ লাখ মানুষ।
কমেন্ট